ভারতে দু’হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক
প্রকাশিত ১৬ মে ২০২৫শেষ আপডেট ৮ জুলাই ২০২৫আপনার যা জানা দরকার
- ভারতে রয়টার্সসহ দু’হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক
- বৈশ্বিক গড়ের চেয়ে বেশিদিন বাঁচছেন বাংলাদেশিরা
- ট্রাম্পের চিঠি ইউনূসকে, ৩৫ শতাংশ হারে শুল্ক
- ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কাছাকাছি আছি: ট্রাম্প
- বিএনপি একটি সুপারিশ না মানায় উদ্বিগ্ন দুদক সংস্কার কমিশন
- ২৭ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি, কমে হলো ৮.৪৮ শতাংশ
ভারতে রয়টার্সসহ দু’হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক
৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে (সাবেক টুইটার) দুই হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয় ভারত সরকার, যার মধ্যে ছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুটি অ্যাকাউন্টও৷ কিন্তু ভারত সরকারের মতে, এক্স অ্যাকাউন্ট ব্লক হবার পেছনে তাদের কোনো ভূমিকা নেই৷
২৪ ঘণ্টা পর রয়টার্সের অ্যাকাউন্টগুলি চালু হয়৷ অন্যান্য অনেক অ্যাকাউন্টও কয়েক ঘণ্টা পর চালু হয়৷
বিশ্বে যে দেশগুলিতে সবচেয়ে বেশিবার সরকারের তরফে সোশাল মিডিয়া কন্টেন্ট ব্লক করা হয়, সেই দেশগুলির তালিকায় প্রথম পাঁচেই ভারতের অবস্থান৷
ইলন মাস্কের সংস্থা এক্স বলেছে, ‘‘ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুসারে ভারত সরকার ভারতে ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করতে আমাদের নির্দেশ দেয়, যার মধ্যে ছিল রয়টার্স ও রয়টার্সওয়ার্ল্ড৷ এই নির্দেশ না মানলে তা অপরাধের দায় বলে গণ্য হতো৷ ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করে, এক ঘণ্টার মধ্যেই, কোনো যুক্তি না দিয়েই, এই অ্যাকাউন্টগুলি পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ রাখতে বলে৷ গণপ্রতিবাদের ফলে সরকার আমাদের অ্যাকাউন্টগুলি আনব্লক করতে বলেছে৷’’
সাথে আরো বলা হয়, ‘‘ভারতে এই ধরনের নির্দেশের কারণে গণমাধ্যমে সেন্সরশিপ বাড়ায় আমরা গভীরভাবে চিন্তিত৷’’
নতুন দিল্লি প্রায়ই বিভিন্ন এলাকায় পরিস্থিতি অনুসারে ইন্টারনেট বন্ধ রেখে এসেছে ও সোশাল মিডিয়ায় কড়াকড়ি বাড়িয়েছে৷
সরকারের মতে, এই ধরনের পদক্ষেপ অপতথ্য প্রচারে কিছুটা রাশ টানতে পারে৷ ভারতে ইন্টারনেট সস্তা হওয়ায় লাখ লাখ মানুষের হাতে খুব দ্রুত ডিজিটাল তথ্য পৌঁছে যায়, যা কখনো কখনো বিপদও বয়ে আনতে পারে৷
এসএস/জেডএইচ (এএফপি, রয়টার্স)
বৈশ্বিক গড়ের চেয়ে বেশিদিন বাঁচছেন বাংলাদেশিরা
বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক গড়কে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ৷ তাদের 'বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি (এসডব্লিউওপি) ২০২৫' শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, বিশ্বে যেখানে পুরুষদের গড় আয়ু৭১ বছর, সেখানে বাংলাদেশে তা ৭৪ বছর। নারীদের বৈশ্বিক গড় আয়ু ৭৬ বছর হলেও বাংলাদেশে তা ৭৭ বছর, বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনসংখ্যা এখন ১৭ কোটি ৫৭ লাখ। এর অর্ধেকই নারী এবং দুই-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ১১ কোটি ৫০ লাখ মানুষ কর্মক্ষম (১৫-৬৪ বছর বয়সী)। দেশের মোট জনসংখ্যার ১৯ শতাংশ কিশোর-কিশোরী (যাদের সংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ) এবং ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা প্রায় ৫ কোটি, যা মোট জনসংখ্যার ২৮ শতাংশ। এটি বাংলাদেশকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর একটি বিশাল সুযোগ করে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭ শতাংশ (প্রায় ১ কোটি ২০ লাখ) মানুষের বয়স ৬৫ বছরের বেশি, যা দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, 'আসল সংকট জন্মহার নিয়ে নয়, বরং সংকটটি হলো প্রজননস্বাস্থ্যের বিষয়ে মানুষের, বিশেষ করে নারী ও তরুণদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব।'
প্রতিবেদনে এই সংকট থেকে উত্তরণের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—স্বাস্থ্য খাতে জিডিপির ০.৭ শতাংশ থেকে বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে এবং জাতীয় বাজেটের ১৫ শতাংশে উন্নীত করা, মাতৃস্বাস্থ্য সেবার উন্নতি, পরিবার পরিকল্পনা পদ্ধতির সহজলভ্যতা নিশ্চিত করা এবং দক্ষ স্বাস্থ্যকর্মী ধরে রাখা।
এসএস/জেডএইচ (দ্য ডেইলি স্টার)
ট্রাম্পের চিঠি ইউনূসকে, ৩৫ শতাংশ হারে শুল্ক
সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, বাংলাদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক চালু হবে। আগামী ১ অগাস্ট থেকে এই নতুন হারে শুল্ক চালু হবে। ইউনূসসহ মোট ১৪টি দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি দিয়ে বাড়তি শুল্ক বসানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে একেক দেশের ক্ষেত্রে একেক রকম শুল্ক বসানো হয়েছে। গত এপ্রিলে বাংলাদেশের পণ্যের উপর ৩৭ শতাংশ হারে শুল্ক বসানোর কথা ঘোষণা করা হয়েছিল। পরে তিনমাস এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। তিন মাস পরে আবার বাংলাদেশের উপর শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তবে আগের থেকে শুল্কর পরিমাণ দুই শতাংশ কমিয়েছেন।
ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যদি বাংলাদেশ এরপর মার্কিণ পণ্যে বাড়তি শুল্ক বসায়, তাহলে সমহারে তিনিও বাংলাদেশেোর পণ্যের উপর বাড়তি শুল্ক বসাবেন।
জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি)
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কাছাকাছি আছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ''ভারতের সঙ্গে আমরা বাণিজ্য চুক্তি করার কাছাকাছি আছি।'' সাংবাদিক সম্মেলনে শুল্ক নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ''আমরা যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছি, চীনের সঙ্গে চুক্তি করেছি, ভারতের সঙ্গে চুক্তির কাছাকাছি আছি।'' ট্রাম্পের দাবি, ''অন্য দেশের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের মনে হচ্ছে না, আমরা তাদের সঙ্গে কোনো চুক্তি করতে পারব। তাই আমরা তাদের চিঠি পাঠিয়েছি। তাদের কত শুল্ক দিতে হবে সেটা বলেছি। যথার্থ কারণ থাকলে শুল্কের হার অ্যাডজাস্ট করা যাবে। আমরা কারো প্রতি অন্যায় করতে পারি না।'' ট্রাম্প বলেছেন, ''আমি আপনাদের জানিয়েছিলাম, কিছু দেশের সঙ্গে চুক্তি করতে পারব। অন্যদের আমরা চিঠি পাঠাচ্ছি।''
১ অগাস্ট থেকেই কি নতুন হারে শুল্ক চালু হবে? ট্রাম্প বলেছেন, ''আমি সে কথাটা একশ শতাংশ দৃঢ়ভাবে বলতে পারছি না। ওরা যদি আমাদের ফোন করে, জানায় যে ওরা অন্যভাবে বিষয়টি দেখতে চায়, তাহলে আমরাও ভেবে দেখব।''
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, এএনআই)
নবীগঞ্জে সংঘর্ষ, মৃত এক, আহত ১৫০
বাংলাদেশে হবিগঞ্জের নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চার ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয়। এই সময় নবীগঞ্জ শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় ৫০টিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর ও অন্তত ১০টি দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার পক্ষে আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের লোকজন পূর্ব তিমিরপুর ও চরগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। স্থানীয়দের বরাতে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী বলেছেন, দুই গোষ্ঠীর মধ্যে অতীতের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গত বৃহস্পতিবার থেকে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছে। সোমবার সেই সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। এতে একজন নিহত ও অন্তত দেড়শ জন আহত হয়েছেন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
বিএনপি একটি সুপারিশ না মানায় উদ্বিগ্ন দুদক সংস্কার কমিশন
দুদক সংস্কার কমিশনের ৪৭টির মধ্যে ৪৬টি সুপারিশ মেনে নিয়েছে বিএনপি। কিন্তু গত ৫ জুলাই বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, একটি সুপারিশ নিয়ে তাদের আপত্তি আছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দুদকের সংস্কার কমিশন জানিয়েছে, দুর্নীতির তদন্তের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য পেতে আদালতের আদেশ নেওয়ার বর্তমান বাধ্যবাধকতা বাতিল করার জন্য কমিশনের ২৯ নম্বর সুপারিশ করা হয়েছিল। কিন্তু বিএনপি তা সমর্থন না করায় কমিশন উদ্বিগ্ন। কমিশনের মতে, বিএনপি-র অবস্থান বিভ্রান্তিকর, স্ববিরোধী ও হতাশাজনক। বিএনপি বলেছিল, ওই বাধ্যবাধকতা না রাখলে দুদকের কার্যক্রম বিলম্বিত হবে। কিন্তু কমিশনের মতে, এই বাধ্যবাধকতাই দুদকের দ্বায়িত্ব পালনে বিলম্বসহ অনেক ক্ষেত্রে অকার্যকরতার অন্যতম কারণ। দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ২৯-এ বলা হয়েছে, 'আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩০৯ সংশোধনপূর্বক এটি নিশ্চিত করতে হবে যে, দুদক কর্তৃক চাহিত কোনো তথ্যাদি বা দলিলাদির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না।'
আয়কর আইনের ৩০৯ ধারায় গোপনীয় বলে বিবেচিত এবং আদালতের আদেশ ছাড়া এনবিআর দুদককে এই সব তথ্য দিতে পারে না। কমিশনের মত হলো, বর্তমান ব্যবস্থায় দুদকের কাজ করতে দেরি হচ্ছে। তাই এই বদল দরকার।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
২৭ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি, কমে হলো ৮.৪৮ শতাংশ
জুনে বাংলাদেশে মূল্যস্ফীতি হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে তা ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। জুনে মূল্যস্ফীতি গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন হয়েছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামল।
খাদ্য এবং খাদ্য-বহির্ভূত উভয় পণ্যে দাম কমায় মূল্যস্ফীতি এতটা কমেছে।
জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয় ৭ দশমিক ৩৯ শতাংশ। আগের মাসে তা ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য কমে মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে জুনে হয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।
এসএস/জেডএইচ (দ্য ডেইলি স্টার)
শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সোমবার তার মক্কেলকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন৷
মো. আমির হোসেন সাংবাদিকদের বলেন, ‘‘আমি সব অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছি... কারণ এগুলো মিথ্যা, সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে৷’’ তিনি আরও জানান যে শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি তিনি।
জাতিসংঘের মতে, গত বছরের জুলাই থেকে অগাস্টের মধ্যে হাসিনার সরকারের নির্দেশে বিক্ষোভকারীদের দমন-পীড়নের সময় প্রায় ১,৪০০ জন নিহত হন।
৭৭ বছর বয়সি হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ঢাকায় ফেরা নিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে আসছেন। তার অনুপস্থিতিতে ১ জুন থেকে বিচার কার্যক্রম শুরু হয়েছে।
অভিযোগকারীদের তরফে বলা হয়েছে, সহিংসতার সময় শেখ হাসিনাই সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা অন্যতম।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই তারিখ ধার্য করা হয়েছে।
এসএস/জেডএইচ (এএফপি)
মধ্যরাতে ঋতুপর্ণাদের সংবর্ধনা দিল বাফুফে
হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মঞ্চে ওঠে বাংলাদেশের নারী ফুটবল দল। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকায় নামে নারী ফুটবল দল। নেমেই তারা চলে যায় হাতিরঝিলে। সেখানে ছিলো উৎসব মঞ্চ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সংবর্ধনার আয়োজন করে৷
অধিনায়ক আফিদা খন্দকার আবেগভরা কণ্ঠে বলেন, ‘‘এই মুহূর্তটি আমরা কখনও ভুলবো না। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন, যেন আরও বড় কিছু অর্জন করতে পারি। আমাদের স্বপ্ন কেবল দক্ষিণ এশিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়—আমরা বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই।’’
বাছাইপর্বে বাংলাদেশের সাফল্যের সেরা কারিগর ছিলেন ঋতুপর্ণা চাকমা। এই ফরোয়ার্ড এই আত্মবিশ্বাসে যোগ করে স্মরণ করিয়ে দেন দলগত চেতনার কথা, ‘‘আজ আমরা এখানে এসেছি দলগত প্রচেষ্টার কারণে। ফুটবল কখনও একক প্রতিভার খেলা নয়। আমরা, বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। দয়া করে আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমরা আপনাদের নিরাশ করব না। আমাদের লক্ষ্য এশিয়াকে ছাড়িয়ে বিশ্বমঞ্চে পৌঁছানো।’’
প্রধান কোচ পিটার বাটলার সমর্থকদের ভালোবাসা আর উচ্ছ্বাসের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘এই সাফল্য শুধুই আমাদের নয়—এটি দেশের সব মানুষ ও সমর্থকদের জন্য। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সেটাই আমাদের চালিকাশক্তি।’’
বাছাইপর্বে বাংলাদেশ নারী দল তাদের বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয়, মিয়ানমারকে ২-১ গোলে হারায়, আর তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে বিধ্বস্ত করে।
হাতিরঝিলের মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ ইজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে।
এসএস/জেডএইচ (দ্য ডেইলি স্টার)
যে পাঁচ কারণে ভারত দ্বিতীয় টেস্টে জিতলো
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে জিতলো ভারত। মেন ইন ব্লুর এই জয়ের পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, অধিনায়ক শুভমন গিলের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৬৯ বান, দ্বিতীয় ইনিংসে ১৬১ রান। এক টেস্টে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার হিসাবে রেকর্ড করেছেন শুভমন। দ্বিতীয় কারণ হলো, দুই ইনিংস মিলিয়ে প্রথমবার টেস্টে এক হাজার রান তুললো ভারত। প্রথম ইনিংসে ভারত করে ৫৮৭ রান। শুভমন ছাড়াও রবীন্দ্র জাদেজা ৮৯ ও যশস্বী জয়সওয়াল ৮৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ভারত ছয় উইকেটে ৪২৭ রান করে ডিক্লেয়ার করে দেয়। জয়ের তৃতীয় কারণ হলো, আকাশদীপ ও মহম্মদ সিরাজের বোলিং। দুই দিকে সুইং করিয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পান আকাশদীপ। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট। সিরাজ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছিল। তাকে ছাড়া ভারতীয় বোলবারদের এই কৃতিত্ব মনে রাখার মতো। পঞ্চমত, ঋষভ পন্থ, কে এল রাহুল, সিরাজ ক্যাচ ফসকালেও প্রথম টেস্টের মতো ১১টা ক্যাচ ফেলেনি ভারত। তুলনায় ফিল্ডিং ভালো হয়েছে। পঞ্চম কারণ হলো, ভারতীয় ক্রিকেটাররা পরিকল্পনামাফিক খেলেছেন এবং মাঠে তাদের জেতার জন্য চেষ্টা নজরে এসেছে। অন্যদিকে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটার নজর কাড়তে পারেননি। প্রবল রানের চাপের মুখে ভেঙে পড়েছে তাদের ব্যাটিং।
জিএইচ/এসজি
বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চলছে: ফখরুল
বিএনপিকে সংস্কারবিরোধী বলে একটি মহল 'অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে' বলে অভিযোগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, 'মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন যেগুলো ঠিক নয়। বিএনপি সংস্কারের প্রতি দায়বদ্ধ। বিএনপি হচ্ছে সেই দল যারা ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০-এ সংস্কারের কথা বলেছিল। বিএনপি ২০২২ সালে ২৭ দফা এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে ২০২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে।' মির্জা ফখরুল বলেন, 'একটা গোষ্ঠী বিএনপিকে ভুলভাবে চিত্রিত করার চেষ্টা করছে। জনগণ এতে সাড়া দিচ্ছে না। বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সংসদীয় গণতন্ত্র—এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে তিনটি নির্বাচন করেছে বিএনপি। সব কিছুই সংস্কারের মাধ্যমে বিএনপি করেছে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই-অগাস্ট বিপ্লবের পক্ষের শক্তি নয়।'
জিএইঅ/এসজি(দ্য ডেইলি স্টার)
ব্রিকস বৈঠকে পাকিস্তানের কড়া সমালোচনা নরেন্দ্র মোদীর
ব্রাজিল অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য পাকিস্তানের কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের পহেলগামে পটকদের উপর জঙ্গি হামলার নিন্দা যেভাবে বিশ্বের দেশগুলি করেছে, মোদী সে জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ''ভারত হলো সন্ত্রাসবাদের শিকার এবং পাকিস্তান হলো সন্ত্রাসবাদের সমর্থক। তাই সন্ত্রাসবাদের শিকার ও সমর্থককে একই দাঁড়িপাল্লায় রাখা যায় না।'' যারা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন না বা সন্ত্রাসকে রুখতে কিছু করেন না, তাদের সমালোচনা করে মোদী বলেছেন, তারা আসলে নীরব থেকে জঙ্গিদের সমর্থন করছেন, এটা মেনে নেয়া যায় না।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, এএনআই)
মুরাদনগর: আট অভিযুক্ত জেল হাজতে
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে এক পরিবারের তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়া আট জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ ছয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল শনিবার রাতে র্যাব ৬ জনকে গ্রেপ্তার করেছে এবং শুক্রবার সেনাবাহিনী দুই জনকে গ্রেপ্তার করেছে। আট জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। রিক্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চু মিয়া সরাসরি এর নেতৃত্বে ছিলেন।'
প্রথম আলো জানাচ্ছে, কুমিল্লার মুরাদনগরে ঘটনার ‘অন্যতম পরিকল্পনাকারী’ হিসেবে অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু মিয়া হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হয়েও শেষ পর্যন্ত দেননি। রোববার পুলিশ এ কথা জানিয়েছে।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
হিমালয় অঞ্চলে বন্যায় ৬৯ জনের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলীয় হিমালয় অঞ্চলে গত দুই সপ্তাহে প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু এবং ১১০ জন আহত হয়েছে৷ হিমাচল প্রদেশের রাজস্ব বিভাগ জানিয়েছে, বিয়াস নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজ্যের বিভিন্ন রুট বন্ধ হয়ে গেছে৷ ভারতের আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার হিমাচল প্রদেশ ও প্রতিবেশী উত্তরাখণ্ড রাজ্যের জন্য 'ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত'-এর নতুন সতর্কতা জারি করেছে৷ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বার্ষিক বর্ষা মৌসুমে প্রতি বছর শত শত মানুষ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারান৷ গত মাসে ভারতের উত্তরপূর্ব অঞ্চলে ভারী বর্ষণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷
এসএসজি/এসবি (এএফপি)
ত্রিনিদাদ ও টোবাগোতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির প্রথম সফর
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ত্রিনিদাদ ও টোবাগোতে দুই দিনের সফরে পৌঁছেছেন৷ এই ক্যারিবিয়ান দেশটিতে এটি তার প্রথম সরকারি সফর৷ দেশটির ১৪ লাখ জনসংখ্যার ৩৫ শতাংশেরও বেশি হলো ভারতীয় বংশোদ্ভূত, যারা ঔপনিবেশিক আমলে ভারত থেকে আনা শ্রমিকদের বংশধর৷ মোদি এক্স-এ বলেছেন, তিনি ‘ক্যারিবিয়ান অঞ্চলের একটি মূল্যবান অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর করার’ প্রত্যাশা করছেন৷ সফরের সময় তিনি শুক্রবার সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন এবং বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করবেন৷ তবে দেশটির সবচেয়ে বড় মুসলিম সংগঠন আনজুমান সুন্নাত-উল-জামাত অ্যাসোসিয়েশন তাদের আপত্তি জানিয়েছে এবং মোদি সরকারের বিরুদ্ধে ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর অসহিষ্ণুতার অভিযোগ তুলেছে৷
এসএসজি/এসবি (এপি)