ভারতে নতুন হারে জিএসটি, দাম কমবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের?
৪ সেপ্টেম্বর ২০২৫কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় আগেই পরিবর্তনের কথা ঘোষণা করেছিল। এবার জিএসটি কাউন্সিল তা অনুমোদন করলো। ফলে বড় রদবদল হচ্ছে ভারতের পণ্য পরিষেবা কর বা জিএসটিতে। নতুন নিয়মে কেবলমাত্র দুটি হারে জিএসটি কার্যকর হবে। পাঁচ এবং ১৮ শতাংশ। কোনো কোনো বিশেষ পণ্যের উপর অবশ্য ৪০ শতাংশ জিএসটি ধার্য করা হচ্ছে। এর মধ্যে অন্যতম সিগারেট।
এতদিন ১২ এবং ২৮ শতাংশের দুটি জিএসটি স্তর ছিল। ওই দুটি স্তর নতুন নিয়মে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে বেশ কিছু পণ্যের দাম বেশ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি চালু হয়ে যাবে।
কোন জিনিসের দাম কমলো
দুগ্ধজাত জিনিস, রুটি এবং ব্রেড বা পাউরুটির উপর আগে পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হতো। নতুন নিয়মে সেই জিএসটি তুলে নেওয়া হয়েছে। ঘি, মাখন, কনডেন্সড মিল্ক, তেল, চিজের উপর নতুন জিএসটির পরিমাণ পাঁচ শতাংশ। আগে ছিল ১২ শতাংশ। বিভিন্ন ফল এবং বাদামের উপরেও পাঁচ শতাংশ করে জিএসটি বসানো হয়েছে। আগে যা ছিল ১২ শতাংশ।
জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে কমে হয়েছে পাঁচ শতাংশ। একই হারে জিএসটি কমানো হয়েছে সসেজ, পশুচর্বি, রান্না করা মাংস, মাছ, চিনি, নুডলস এবং বিভিন্ন সবজির।
কর্নফ্লেক্স, আইসক্রিম, মধু, মিছরি, চকোলেটের উপর থেকেও ১২ শতাংশ জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
ছোট গাড়ি, সাড়ে তিনশ সিসি-র নিচে বাইক, এসি, টেলিভিশন সেটের দাম কমবে। এখন থেকে এগুলির উপর ১৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে। আগে যা ছিল ২৮ শতাংশ।
জীবনবীমা এবং স্বাস্থ্যবীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। ফলে এই ধরনের বীমার দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
দাম বাড়ছে
দামি গাড়ির উপর ৪০ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। আগে যা ছিল ২৮ শতাংশ। ফলে এই ধরনের গাড়ির দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। দাম বাড়ছে দামি মোটরসাইকেল এবং প্রাইভেট জেটের।
পান মশলা, কোল্ড ড্রিংকের দাম বাড়বে। এক্ষেত্রেও জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হচ্ছে। তামাকজাত অধিকাংশ জিনিসের দাম বাড়ছে। সিগারেট, চুরুট জাতীয় সমস্ত পণ্যের উপর ৪০ শতাংশ শুল্ক ধার্য করা হচ্ছে। তবে বিড়ির দাম কমবে। কারণ, বিড়ি পাতার উপর জিএসটির পরিমাণ কমানো হয়েছে।
অনেকটাই বাড়ছে কয়লার দাম। পাঁচ শতাংশ থেকে জিএসটি বাড়ানো হচ্ছে ১৮ শতাংশে। এর ফলে বিদ্যুৎ এবং পরিবহণের খরচ বাড়বে বলে মনে করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন হারে জিএসটি চালু হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তিনি মনে করেন।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)