ভারতে দুর্নীতির বিরুদ্ধে রামদেবের অনশন শুরু
৪ জুন ২০১১দিন কয়েক আগে সমাজসেবী আন্না হাজারে এই ধরণের কর্মসূচি পালন করেন যা কেবল ভারত নয় গোটা বিশ্বেরই নজর কেড়েছিল৷ ভারতে দুর্নীতি পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে৷ গোটা দেশের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রশাসনসহ সর্বস্তরে বিস্তৃত এই দুর্নীতি৷ পর্যবেক্ষকদের মতে, রাজনীতিকদের দায়িত্বহীনতার ফলশ্রুতিতে এখন দেশটিতে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে উঠছে৷ এবং সেই কাতারে আন্না হাজারের পর এখন শামিল হলেন গুরু রামদেব৷
প্রায় চারটি ফুটবল মাঠের সমান জায়গায় শামিয়ানা টাঙ্গানো হয়েছে৷ তার নীচে সমবেত হাজার হাজার ভক্ত এবং সমর্থকদের উদ্দেশ্যে রামদেব বলেন, দুর্নীতির বিরুদ্ধে এটা জনগণের ক্ষোভের প্রকাশ৷ যোগব্যায়ামের মধ্য দিয়ে শুরু হয় তার অনশন কর্মসূচি৷ গোটা এলাকায় আগতদের জন্য পর্যাপ্ত খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে৷
উল্লেখ্য, গুরু রামদেবের যোগব্যায়াম কর্মসূচি গোটা বিশ্বে ভীষণ জনপ্রিয়৷ তাঁর যোগ ব্যায়াম ওবং স্বাস্থ্যসেবার পণ্যের বিশাল বাজার৷ প্রতি বছর ৪০ মিলিয়ন ডলার আয় হয় কেবল এসব পণ্য বিক্রি করে৷ যোগ ব্যায়াম নিয়ে তাঁর টিভি অনুষ্ঠান বেশ জনপ্রিয় গোটা ভারতে৷
তবে রামদেবের নানা কথা নিয়েও বিতর্ক রয়েছে৷ বিশেষ করে তার বিরোধী শিবির মনে করছে, এই দুর্নীতি দমন কর্মসূচি আসলে তার রাজনৈতিক দল গঠনের একটি পূর্ব প্রস্তুতি৷ উগ্রপন্থী হিন্দুদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ রামদেব বিরোধী শিবিরের৷ নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতির কারণে গোটা ভারতেই এখন সরকার বিরোধী মনোভাব চাঙ্গা হচ্ছে৷ রামদেবের এই অনশন কর্মসূচি সেই মনোভাবকে আরও চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস