ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের প্রতি দিল্লীর আহবান
২৮ ফেব্রুয়ারি ২০১০শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দুঃখ প্রকাশের জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে টেলিফোন করলে ভারতের প্রধানমন্ত্রী এই আহবান জানান৷
শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জঙ্গি হামলায় নয়জন ভারতীয় নাগরিকসহ ১৬ জন নিহত হয়৷ নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর দুজন সদস্য, সরকারী কর্মকর্তা ও একজন শিল্পী রয়েছেন, যিনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে৷ এছাড়া ঐ হামলায় পাঁচজন ভারতীয় সেনাসদস্যসহ অন্তত ২০ জন আহত হয়৷
হামলাটি চালানো হয় এমন এক জায়গায় যেখানে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে৷ এসব হোটেলে সাধারণত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাসহ বিদেশীরা থাকেন৷
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মনমোহন সিংহ শুক্রবারের ঘটনায় হামিদ কারজাইয়ের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন৷ অন্যদিকে কারজাই এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন৷
মনমোহন সিংহ এই হামলাকে `অর্থহীন নৃশংসতা`বলে এর সমালোচনা করেছেন৷ তিনি বলেন, এই হামলায় যাদের লক্ষ্য করা হয়েছে, তাঁরা দেশটির পুনর্গঠন কাজে নিয়োজিত ছিলেন৷ উল্লেখ্য, আফগানিস্তানের পুনর্গঠন ও সহায়তায় ভারত ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত একশো কোটি ডলার ব্যয় করেছে৷
এদিকে নিহতদের মৃতদেহ আনার জন্য ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান কাবুলে পাঠানো হয়েছে৷ এছাড়া আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নুতন চিন্তাভাবনা শুরু হয়েছে৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় ও সেনাবাহিনীর কর্মকর্তারা নাগরিকদের নিরাপত্তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে এখন সেখানে রয়েছেন বলে জানা গেছে৷
গত দুই বছরেরও কম সময়ে কাবুলে ভারতীয়দের উপর এটা তৃতীয় হামলা৷ এর আগে ২০০৮ সালে ভারতীয় দূতাবাসে একটি গাড়ী বোমা হামলায় দুজন কুটনীতিক ও দুজন নিরাপত্তা কর্মী প্রাণ হারান৷ ঐ হামলায় মোট ৬০ জন নিহত হয়৷
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের হামলা এটাই প্রমাণ করে যে সাম্প্রতিক সময়ে তালেবানের উপর সামরিক আক্রমণ ও শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হলেও তারা এখনো যথেষ্ট শক্তিশালী৷
গত ১৩ ফেব্রুয়ারী তালেবানের শক্তিশালী ঘাঁটি হেলমন্দ প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আক্রমণ শুরু হওয়ার পর তালেবানের চালানো এটাই প্রথম হামলা৷
প্রতিবেদকঃ জাহিদুল হক
সম্পাদনাঃ অরুণ শঙ্কর চৌধুরী