ভারতীয় টিমের পাঁচ ক্রিকেটারের করোনা
৩ ফেব্রুয়ারি ২০২২ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা সোমবার আমেদাবাদ পৌঁছান। সেখানেই তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। আমেদাবাদ পৌঁছাবার পর বাধ্যতামূলকভাবে তাদের করোনা পরীক্ষা হয়। সেখানেই দেখা যায়, একদিনের টিমে থাকা তিন প্লেয়ার শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড়ের রিপোর্ট পজিটিভ। তাছাড়া রিজার্ভ টিমে থাকা নবদীপ সাইনিরও রিপোর্ট পজিটিভ আসে। টি-টোয়েন্টি দলের সদস্য অক্ষর প্যাটেলও করোনায় আক্রান্ত। এছাড়া টিমের তিনজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে।
ক্রিকেটারদের এখন নিভৃতবাসে থাকতে হচ্ছে। সিরিজের প্রথম দুইটি ম্যাচে অন্তত তারা খেলতে পারবেন না। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই সিরিজ শুরু হচ্ছে।
এমনিতে ভারতের পক্ষে দল নামানো কঠিন হবে না। কারণ, তাদের পরিবর্ত ক্রিকেটার দলে আছেন। কিন্তু এরপর যদি আরো ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে পড়েন বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা যদি আক্রান্ত হন, তাহলে সিরিজ চালু থাকবে কি না, সেই প্রশ্ন উঠে যাবে।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, একদিনের সিরিজ চালু থাকবে। দলে অন্য ক্রিকেটারদেরও ডাকা হবে। নির্বাচকরা শীঘ্রই নতুন প্লেয়ার নেয়ার কথা ঘোষণা করবেন।
বৃহস্পতিবার আবার ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। ওয়েস্ট ইন্ডিজ টিমও বৃহস্পতিবার এসে পৌঁছাচ্ছে।
আমেদাবাদে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। তবে ইডেনে যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে, সেখানে ৭৫ শতাংশ আসনে দর্শক থাকতে পারবেন।
জিএইচ/এসজি (পিটিআই, স্পোর্টস স্টার)