ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১২ এপ্রিল ২০০৮দিনের পঞ্চম ওভারেই, মাত্র ১৫ রান করা ওয়াসিম জাফরকে LBW-র ফাঁদে ফেলে, ব্রেক থ্রু এনে দেন মর্নে মরকেল৷ আর টেস্ট ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা বীরেন্দর শেবাগও Leg Before Wicket হয়ে যান ফর্মে থাকা ডেল স্টেইনের বলে৷ আজ শেবাগ করেন মটে ৮ রান৷ তাই, মাত্র ৩৫ রান তুলতে না তুলতেই আউট হয়ে যায় ভারতীয় দলের দুই ওপেনার৷ পরে অবশ্য শুরুর এই ধাক্কা, কাটিয়ে ওঠার জন্য প্রাণপন চেষ্টা করেন রাহুল দ্রাবিড় ও লক্ষ্মণ৷ দক্ষিণ আফ্রিকার ২৬৫ রানের জবাবে, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৮ রান৷ কিন্তু, এরপর আবারো বিপর্জয়৷ আউট হয়ে যান দ্রাবিড় ও লক্ষ্মণ৷ আর তারপরই মাঠে নামেন যুবরাজ সিং আর বাংলার বাঘ সৌরভ৷ মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি না পেলেও, সৌরভের ৮৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই এবার লিড নিতে পেরেছে ভারত৷ দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর - ৯ উইকেটে ২৮৮ রান৷ অর্থাত্, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে তারা ২৩ রানে এগিয়ে৷