ভারত-পাকিস্তান: রাতে শান্ত ছিল নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত
১১ মে ২০২৫রাত আটটার পর নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত কিছু সময়ের জন্য অশান্ত হলেও তারপর শনি ও বোববারের দিবাগত রাত শান্ত ছিল।
ভারতে অমৃতসরসহ অন্য শহরে ব্ল্যাক আউট তুলে নেয়া হয়েছে। অমৃতসরে সতর্কতাও তুলে নেয়া হয়েছে। ফলে মানুষের বাড়ির বাইরে বেরনোর ক্ষেত্রে আর কোনো কড়াকড়ি থাকলো না। শ্রীনগর, লেহ, আখনুর, রাজৌরি, পুঞ্চ রাতে শান্ত ছিল। কোথাও আর নতুন করে গোলাগুলি চলেনি।
জম্মু থেকে ডিডাব্লিউ বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, রাতে নতুন করে আর কোনো গোলাগুলির আওয়াজ পাওয়া যায়নি। পরিস্থিতি পুরোপুরি শান্ত।
পাকিস্তানের বক্তব্য
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি রূপায়ণ করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। তাদের অভিযোগ, কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি ভেঙেছে। শর্ত লংঘন করেছে। পাকিস্তানের বাহিনী সংযমের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির রূপায়ণ নিয়ে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সেনাবাহিনীকে সংযত থাকতে হবে।
জিএইচ/এসজি(পিটিআই, রয়টার্স, এপি)