ভারত-ক্যানাডা দ্বন্দ্ব: যে যা বলছেন
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে চিড় ধরেছে ভারত-ক্যানাডা সম্পর্কে৷ বাড়ছে উত্তেজনা৷ দু’ পক্ষ থেকে আসছে নানা মত৷ কে, কী বললেন, তা জেনে নিন ছবিঘরে...
ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্য
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামমলায় ভারতীয় কর্তৃপক্ষ জড়িত- এমন অভিযোগ করার পর মঙ্গলবার ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতের সাথে কোনো সমস্যা সৃষ্টি করতে চান না তিনি, কিন্তু তাই বলে তার সিদ্ধান্তকে হালকাভাবে নেওয়া উচিত নয়৷ তার মতে, ক্যানাডা তার নাগরিকদের নিরাপত্তা ও আইনের শাসনের পাশে থাকবে৷
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যা বললেন
নিউ ইয়র্কে একটি সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো ক্যানাডার অভিযোগে তার প্রতিক্রিয়া জানান৷ ক্যানাডা এর আগে দাবি করে ভারতের কাছে ইতিমধ্যেই সমস্ত তথ্যপ্রমাণ তারা দিয়েছে৷ এই তথ্য ভারত খতিয়ে দেখবে কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘‘যদি কোনো ঘটনা ঘটে থাকে, যা একটি সমস্যা সৃষ্টি করছে, আর আমাকে সরকারপক্ষ হিসাবে যদি কেউ নির্দিষ্ট কিছু জানান, তবে অবশ্যই তা খতিয়ে দেখবো৷’’
আরো যা বললেন জয়শঙ্কর
নিহত শিখ নেতা নিজ্জারকে ভারত সরকার ২০২০ সালে সন্দ্রাসবাদী ঘোষণা করে৷ নিউ ইয়র্কের সভায় এ কথা মনে করিয়ে জয়শঙ্কর উত্থাপন করেন কীভাবে বিভিন্ন দেশ ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়ে থাকে সেই প্রসঙ্গ৷
অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের শুধু তদন্ত দাবি
ক্যানাডার অভিযোগের ভিত্তি আর যেসব দেশে রয়েছে বলে দাবি করা হয়েছে, সেসব দেশ, অর্থাৎ অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা জেক সালিভান বলেন, বিষয়টি তাদের কাছেও গুরুত্বপূর্ণ ও এ বিষয়ে দিল্লির সাথে আলোচনা চালাচ্ছে তারা৷ কিন্তু তথ্যপ্রমাণ সামনে না আসায় সরাসরি ভারতের বিরুদ্ধে এখনও কেউই আঙুল তুলতে চাইছেন না৷
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির অবস্থান
জাস্টিন ট্রুডোর মন্তব্যকে ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে বিজেপির জাতীয় স্তরের নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, ‘‘দুঃখজনকভাবে ট্রুডো ভোট ব্যাংকের রাজনীতির ফাঁদে পা দিয়েছেন৷ এর ফলে চাপ পড়ছে ভারত-ক্যানাডা সম্পর্কে৷ এটা অস্বীকার করা যাবে না যে, ট্রুডো সরকার ক্যানাডায় ভারতবিরোধী শক্তিদের মুক্ত প্রাঙ্গন দিয়েছে৷’’
প্রধান বিরোধী দল কংগ্রেসের এক নেতার বক্তব্য
পাঞ্জাব রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট অমরিন্দর সিং রাজা ওয়ারিং ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ট্রুডো যা বলছেন, তা হাস্যকর৷ ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী সরাসরি ভারতকে দোষারোপ করছেন৷ কোনো প্রমাণ ছাড়া কীভাবে হয় এটা? ওনার বক্তব্য পাঞ্জাবের জন্য ক্ষতিকর হতে পারে৷এটা দুঃখের বিষয় যে, একজন মারা গেছেন, একজন আরেকজনকে মেরেছেন৷ কিন্তু- এখানে ভারতকে দায়ী করা হচ্ছে কেন?’’
আকালি দলের বিবৃতি
শিরোমণি আকালি দল বলে, ভারতের স্বাধীনতার লড়াই ও স্বাধীন রাষ্ট্র হিসাবে দেশটির যাত্রায় শিখ ও পাঞ্জাবীদের ভূমিকা রয়েছে৷ বলা হয়, ‘‘বর্তমান পরিস্থিতিকে ঘিরে আমরা খুবই চিন্তিত, যেভাবে তার প্রভাব দৈনন্দিন জীবনে পড়ছে, বিশেষ করে আমাদের তরুণ শিক্ষার্থীদের জন্য৷ ক্যানাডিয়ান প্রধানমন্ত্রীর বক্তব্য গুরুতর৷’’ এ বিষয়ে দুই দেশকে লড়াকু মনোভাব থেকে সরে দক্ষ রাষ্ট্রনায়কের মতো সমাধান খোঁজার আহ্বানও জানায় আকালি দল৷
আম আদমি পার্টি চুপ
এখন পর্যন্ত ভারতের আম আদমি পার্টির তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি৷ নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস শুধু লিখেছে, ‘‘আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে কিছু বলুন, তারপর আমরা দেখবো৷’’