বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক: ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে বাংলাদেশ
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এ পাকিস্তান ও ভারত, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ৷
কাদের সূচক?
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই সূচক প্রকাশ করেছে৷ ২০২৪ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়৷ এবারের সূচক তৈরি করতে ১৬৩টি দেশের তথ্য খতিয়ে দেখেছে আইইপি৷
প্রথম ১০-এ পাকিস্তান ও আফগানিস্তান
আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে গতবারের মতোই শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো৷ তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া৷ সাত দশমিক দুই পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আফগানিস্তান ছাড়া সূচকের প্রথম ১০-এ নেই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ৷
ভারত ও মিয়ানমারের অবস্থান
বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ মিয়ানমার ও ভারতের অবস্থান সূচকের প্রথম ১৫’র মধ্যে৷ ছয় দশমিক নয় পয়েন্ট নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম এবং ছয় দশমিক চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৪তম৷
যুক্তরাষ্ট্রের অবস্থান
তিন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৪তম৷
বাংলাদেশের অবস্থান
তিন দশমিক শূন্য তিন পয়েন্ট নিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম৷ ২০২৪ সালে ছিল ৩২তম৷ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল৷
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা ও ভুটান৷ উভয় দেশের পয়েন্ট শূন্য৷ তবে এক দশমিক এক পয়েন্ট নিয়ে ৬৮তম অবস্থানে রয়েছে নেপাল৷
কোন স্কোরের অর্থ কি?
জিটিআইর মোট স্কোর ১০৷ শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই৷ স্কোর ২-এর মধ্যে হওয়ার অর্থ সংশ্লিষ্ট দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব ‘বেশ কম’; স্কোর ২ থেকে ৪-এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব ‘কম’৷ স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে হলে ‘মধ্যম’, ৬ থেকে ৮-এর মধ্যে হলে ‘বেশি’ এবং ৮ থেকে ১০-এর মধ্যে ‘খুব বেশি’ সন্ত্রাসবাদের প্রভাবভুক্ত দেশ ধরা হয়৷ এবার ৩.০৩ স্কোর নিয়ে বাংলাদেশ ‘কম’ শ্রেণিভুক্ত দেশে রয়েছে৷
২০২৪ সালের সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠী
বিশ্বে ২০২৪ সালে চারটি সবচেয়ে ভয়াবহ হামলার জন্য চারটি সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে৷ গোষ্ঠীগুলো হলো ইসলামিক স্টেট (আইএস), জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আল-শাবাব৷