বৈধতা পেয়েই থাইল্যান্ডে শত শত সমকামী জুটির বিয়ে
২৪ জানুয়ারি ২০২৫থাইল্যান্ডে বৃহস্পতিবার কয়েকশত এলজিবিটিকিউ+ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন৷ গত কয়েক দশক ধরে অ্যাক্টিভিস্টদের সংগ্রামের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড সমকামীদের বিয়ে বৈধ করেছে৷
এর আগে তাইওয়ান এবং নেপালে বিবাহ সমতা বিধির মাধ্যমে সমকামী ও হিজরাদের বিয়ে বৈধ করা হয়৷
গোটা বিশ্বের মধ্যে নেদারল্যান্ডস ২০০১ সালে প্রথম সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করে৷ এরপর এখন অবধি ত্রিশটির বেশি দেশে বিবাহ সমতা বিষয়ক আইন পাস হয়েছে৷
গত জুনে আইনটি পাস হওয়ার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন স্রেথা থাভিসিন৷ তিনি বলেন, ‘‘সবার সহায়তায় সত্যিকার অর্থেই বিবাহ সমতা নিশ্চিত সম্ভব হয়েছে৷'' থাইল্যান্ডের অনেকের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি৷
আইনটি প্রয়োগের দিনে থাই সংসদের সামনে রংধনু পতাকা উড়তে দেখা গেছে৷ অনেক শপিং কমপ্লেক্সে এই উপলক্ষে অনুষ্ঠানও করা হয়েছে৷
নতুন আইনের আওতায় এলজিবিটিকিউ+ দম্পতিরা আইনি, অর্থনৈতিক এবং চিকিৎসার সম্পূর্ণ অধিকার পাবেন৷ পাশাপাশি তারা বিবাহিত হিসেবে কর রেয়াতের এবং উত্তরাধিকারের সুবিধাও পাবেন৷
বৌদ্ধপ্রধান দেশটিতে দীর্ঘদিন ধরেই সমকামীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখা গেছে৷ বাৎসরিক আয়োজন ব্যাংকক প্রাইডে প্রতিবছর অনেক বিদেশিও অংশ নেন৷
এআই/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)