‘কৌশলগত সম্পর্ক নয়’
১৩ নভেম্বর ২০১২সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেলারুশের প্রধানমন্ত্রী মিখায়েল মিয়াসনোকচিভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়৷ পরে বিনিয়োগ, বানিজ্য, আইনী সহয়াতা, কৃষি, কৃষিভিত্তিক শিল্প এবং কূটনীতিকদের ভিসা অব্যাহতি সংক্রান্ত সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়৷ এর পর বাংলাদেশ ও বেলারুশের প্রধানমন্ত্রী একটি হোটেলে দুই দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের এক সম্মেলনে যোগ দেন৷ সেখানে বেলারুশের প্রধানমন্ত্রী বলেন, বড় আয়তন এবং কম জনসংখ্যার দেশ বেলারুশে বাংলাদেশের কৃষকদের অভিবাসন হতে পারে৷
আর বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশের কথা উল্লেখ করে তার সুযোগ নেয়ার আহ্বান জানান বেলারুশকে৷ এরপর দুই দেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়৷
এদিকে পুরো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেলারুশের সম্পর্ক ভালো নয়৷ বেলারুশ বলতে গেলে ইউরোপে একঘরে৷ এই প্রেক্ষাপটে বেলারুশের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না – এই প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের কাছে৷
তিনি বলেন, বেলারুশের সঙ্গে বাংলাদেশ কোনো কৌশলগত সম্পর্কে যাচ্ছে না৷ যা হচ্ছে তা দুই দেশের মধ্য সৌহার্দ্যমূলক সম্পর্ক৷