বেলারুশ সীমান্তে অভিবাসীদের উপর জলকামান পোল্যান্ডের
শরণার্থী-সংকট ক্রমশ তীব্র হচ্ছে। অভিবাসীরা পোল্যান্ডে ঢোকার চেষ্টা করলে তাদের উপর জলকামান, কাঁদানে গ্যাস সেনার।
সীমান্তে হাজারো শরণার্থী
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে হাজার হাজার অভিবাসী এসেছেন। তারা পোল্যান্ড হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান। কিন্তু পোল্যান্ড তাদের ঢুকতে দিতে রাজি নয়।
পোল্যান্ডের অভিযোগ
পোল্যান্ড অভিযোগ করেছে, বেলারুশই অভিবাসীদের সীমান্তে নিয়ে আসছে এবং সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে ঢোকার জন্য সাহায্য করছে। ইইউ তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলেই বেলারুশ এই কাণ্ড করছে। সেজন্যই এত অভিবাসী পোল্যান্ড সীমান্তে আসতে পেরেছেন।
সেনার মুখোমুখি অভিবাসীরা
বেলারুশ-পোল্যান্ড সীমান্তের ছবি। একেবারে মুখোমুখি পোল্যান্ডের সেনা ও অভিবাসীরা।
শরণার্থীদের উপর জলকামান
শরণার্থীরা জোর করে পোল্যান্ড সীমান্তে ঢুকতে যান। তখনই জলকামান ব্যবহার করে পোল্যান্ডের সেনা। তার আগে শরণার্থীরা পাথর ছোঁড়ে বলে সেনার অভিযোগ।
জলকামানের দাপট
একাধিক জলকমান থেকে তীব্র বেগে জল এসে লাগে অভিবাসীদের উপর। তারপর পালাতে থাকেন তারা।
প্রবল ঠান্ডা
পোল্যান্ডে এখন প্রবল ঠান্ডা। অভিবাসীরা সীমান্তের কাছের জঙ্গলে আশ্রয় নিয়েছেন। কাঠ জ্বালিয়ে শরীর গরম রাখতে হচ্ছে। খুবই খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।
বাচ্চাদের কষ্ট
কষ্ট পাচ্ছে বাচ্চারা। ঠান্ডা প্রবল। জঙ্গলে রাত কাটাতে হচ্ছে। মাথার উপর ছাদ নেই। খাবার পাওয়া যাচ্ছে না ঠিকমতো। সবমিলিয়ে খুবই খারাপ অবস্থা।
মানবিক সংকট
পোল্যান্ড ঢুকতে দেবে না, বেলারুশও তাদের আশ্রয় দেবে না। ইউরোপের দেশগুলি তাদের নিতে আগ্রহী নয়। অথচ, দেশ ছেড়ে অনেক কষ্ট করে তারা এই জায়গায় পৌঁছেছেন। অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা এই মানুষেরা। কী হবে তাদের ভবিষ্যত?
ইরাকের ঘোষণা
এই অভিবাসীদের একটা বড় অংশ এসেছে ইরাক থেকে। ইরাক যাতে নিজের দেশের মানুষকে ফিরিয়ে নেয় সেজন্য অনুরোধ করেছে, চাপ দিয়েছে ইউরোপের দেশগুলি। ইরাক জানিয়েছে, যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের ফিরিয়ে নেয়া হবে।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)