বেড়াল পাচারের চোরাচালান চক্রকে ধরলো স্পেনের পুলিশ
১৫ এপ্রিল ২০২৫স্পেনের পুলিশ জানিয়েছে, সোমবার তারা দেশের ম্যালোরকা থেকে রাশিয়ার দুই নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা কেবল দেশের বেড়াল বিক্রির সঙ্গেই যুক্ত ছিল না, বন্য বেড়ালের সঙ্গে গৃহপালিত বেড়ালের ব্রিড করিয়ে বিশেষ ধরনের বেড়াল তৈরি করতো। চড়া দামে যা বাজারে বিক্রি হতো। মূলত ইন্টারনেটের সাহায্যেই তারা এই ব্যবসা চালাতো বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা করেনি, সুরক্ষিত প্রাণির আইনও লঙ্ঘন করেছে। বেড়াল বিক্রির জন্য তারা আইনি কাগজও জাল করেছে। পুলিশের ধারণা, এই ব্যবসার সঙ্গে দেশে-বিদেশে আরো অনেকে জড়িত। অত্যন্ত সুচারুভাবে এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ।
পুলিশের হাতে বেড়াল
ওই দুই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বেড়াল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি সারভাল, ১৬টি ফেলিনস এবং বেশ কিছু কারাকাল প্রজাতির বেড়াল আছে। প্রতিটি প্রজাতিই বিক্রি করা নিষিদ্ধ। শুধু তা-ই নয়, বিভিন্ন বয়সের হাইব্রিড বেড়াল উদ্ধার করা হয়েছে। বন্য প্রজাতির সঙ্গে গৃহপালিত বেড়ালের ব্রিড করিয়ে ওই বেড়ালগুলি তৈরি করা হয়েছে।
ঘটনাস্থল থেকেই এক ৪৮ বছরের রাশিয়ার পুরুষ এবং ৪৬ বছরের নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৮ বছরের এক ইসরায়েলিকেও জেরা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রাশিয়ার ওই দম্পতি সমাজ মাধ্যমে বেড়াল বিক্রির বিজ্ঞাপন দিতো। সেখানে বেড়ালের ব্রিডও লেখা হতো। পুলিশের বক্তব্য, তাদের ওই সমাজ মাধ্যমের পেজ অত্যন্ত জনপ্রিয়। বহু মানুষ সেখান থেকে বেড়াল অর্ডার করতো। পুলিশের ধারণা, কেবল সাধারণ মানুষ নয়, ওই পেজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক পাচারকারীরাও।
যারা এই পাচারের সঙ্গে যুক্ত তারা সাদা বাঘের ব্রিড করছে বলেও পুলিশের আশঙ্কা। যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এবিষয়ে জেরা করা হচ্ছে।
রাশিয়া, বেলারুশ, ইউক্রেন থেকে গোপন পথে প্রাণিগুলিকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে আসা হতো বলে অভিযোগ। মূলত বেলারুশ থেকে পোল্যান্ডের সীমান্ত দিয়ে প্রাণিগুলিকে আনা হতো।
সাদা বাঘ, ক্লাউডেড লেপার্ড, হায়না, কালো লেপার্ডের মতো প্রাণিও ওই সমাজ মাধ্যম পেজের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ক্লাউডেড লেপার্ডের জন্য দাম নেওয়া হয়েছে ৬০ হাজার ইউরো।
যে বেড়ালগুলিকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলিকে আপাতত একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তবে প্রতিটি প্রাণিরই শারীরিক পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এসজি/জিএইচ (এপপি, রয়টার্স)