বুরকিনা ফাসো: অস্ত্রধারীদের হামলায় ৬০ বেসামরিক লোক নিহত
২৪ এপ্রিল ২০২৩আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীরা কয়েক বছর ধরে সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
বৃহস্পতিবার মালি সীমান্তের কাছে ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ বেসামরিক লোক হতাহতের এই তথ্য জানায় রোববার। অঞ্চলটিতে আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট ইসলামিস্ট বিদ্রোহীরা দীর্ঘদিন ধরেই সক্রিয়।
'অন্তত ৬০ জন নিহত'
প্রাদেশিক রাজধানী ওয়াহিগুইয়ার কৌঁসুলি লামিনে কাবোর জানান, "আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরিহিত সশস্ত্র হামলাকারীদের আক্রমণে অন্তত ৬০ জন নিহত হয়েছে।"
বার্তাসংস্থা এএফপিকে গ্রামের বাসিন্দারা জানান, মোটরবাইক ও পিকআপ ট্রাকে চড়ে আসা ১০০ জনেরও বেশি লোক এ হামলা চালিয়েছে।
বুরকিনা ফাসোর সামরিক জান্তা সম্প্রতি বিদ্রোহের বিরুদ্ধে অভিযান ঘোষণা করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত এক দশকে বিদ্রোহ দমনের এই অভিযানে ১০ হাজারেরও বেশি লোক মারা গেছেন।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০২২ সাল থেকে বেসামরিক ব্যক্তিদের উপর সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ বেড়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে সংস্থাটি।
জেকে/এডিকে (এএফপি, রয়টার্স)