বুধবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু
১৬ ডিসেম্বর ২০০৮বিজ্ঞাপন
বুধবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট৷ বিশ্ব ক্রিকেটের প্রধান দু শক্তির এ লড়াইয়ে এবার পেসাররাই বেশী ভুমিকার রাখবেন বলে মনে করা হচ্ছে৷ বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, মাখায়া এনটিনি ও মর্নে মরকেলের পেস আক্রমণ এ মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা৷ গত একটি বছর দুর্দান্ত পারফরমেন্স দেখানোয় ডেল স্টেইনের ওপরই এবার নজরটি থাকবে বেশী৷ তবে এরপরও অসি দলের অধিনায়ক রিকি পন্টিং মনে করেন দক্ষিণ আফ্রিকার পেস আক্রমন দারুণ হলেও তাদের অনভিজ্ঞতা রয়েছে৷ তাই এর সুযোগ তারা যে নেবেন সেটা বলাই বাহুল্য৷