বিয়ে করতে যাচ্ছেন সাইফ-কারিনা
২৩ ডিসেম্বর ২০০৯বিজ্ঞাপন
সেন্সর র্বোড অব ফিল্ম সার্টিফিকেশন আয়োজিত এক সভায় শর্মিলা ঠাকুর জানান, সাইফ-কারিনার বিয়েতে তাঁর কোন অমত নেই এবং তারা শিগগির বিয়ে করতে যাচ্ছেন৷
সেন্সর র্বোড অব ফিল্ম সার্টিফিকেশনের সভাপতি শর্মিলা ঠাকুর যোধপুরে সেন্সর র্বোডের ১২০তম সভায় যোগ দেন৷ এ সময় বহুল প্রত্যাশিত এই বিয়ে সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন৷
তিনি আরও জানান, আমরা তাদের এই বিয়ের সিদ্ধান্তে খুব খুশি৷ কারিনা বুদ্ধিমতী মেয়ে৷
সাইফ-কারিনার প্রণয়ের বিষয়টি প্রকাশ হবার পর থেকে জল্পনাকল্পনা করা হচ্ছিল কবে এ জুটি বিয়ে করবেন৷ তবে সাইফ বা কারিনা কেউই তাদের বিয়ের পরিকল্পনা সর্ম্পকে নিজেরা কিছু জানাননি৷
প্রতিবেদক: আসফারা হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক