তৃতীয় লিঙ্গের স্থান: ট্রাম্পের নির্দেশ খারিজ আদালতে
প্রকাশিত ৯ জুলাই ২০২৫শেষ আপডেট ৮ সেপ্টেম্বর ২০২৫আপনার যা জানা দরকার
- পাসপোর্টে তৃতীয় লিঙ্গের স্থান: ট্রাম্পের নির্দেশ খারিজ আদালতে
- আফগানিস্তান ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো
- কঙ্গোতে ইবোলায় মৃত ১৫
- ডিপার্টমেন্ট অফ ওয়ার: পেন্টাগনের নতুন নামকরণ করবেন ট্রাম্প
- ইন্দোনেশিয়ার সংসদে বিক্ষোভ দেখাবেন শিক্ষার্থীরা, তাদের দাবি ‘রিসেট’
পাসপোর্টে তৃতীয় লিঙ্গের স্থান: ট্রাম্পের নির্দেশ খারিজ আদালতে
কেবলমাত্র পুরুষ এবং নারী এই দুই লিঙ্গকেই সরকার গ্রহণযোগ্য বলে মনে করবে, চলতি বছরের গোড়ায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে এমনই নির্দেশ দিয়েছিলেন। ফলে পাসপোর্টের ক্ষেত্রেও পুরুষ এবং নারী ছাড়া তৃতীয় লিঙ্গ প্রকাশের কোনো অবকাশ থাকতো না। সেই নির্দেশকে খারিজ করলো অ্যামেরিকার একটি আদালত।
ট্রাম্পের এই রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল অ্যামেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের যুক্তি, ট্রাম্পের এই নীতি বেআইনি। এর ফলে তৃতীয় লিঙ্গের মানুষ নিজের লিঙ্গ পরিচয় প্রকাশ করে পাসপোর্ট নিতে পারছেন না।
বিচারক জুলিয়া কোব্রিক তার রায়ে জানান, ট্রাম্পের এই নীতি বিধিবহির্ভূত এবং তৃতীয় লিঙ্গের অ্যামেরিকাবাসীর প্রতি 'অযৌক্তিক সংস্কার' প্রসূত। এর ফলে, সংবিধান তাদের যে অধিকার দেয়, তার থেকে তারা বঞ্চিত হবেন।
এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২২-এ পাসপোর্টে পুরুষ এবং নারী লিঙ্গের পরিচয় ছাড়া 'এক্স'-এর বিকল্প যুক্ত করেছিল। জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসেই এই ব্যবস্থাকে খারিজ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
ডিপার্টমেন্ট অফ ওয়ার: পেন্টাগনের নতুন নামকরণ করবেন ট্রাম্প
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নামকরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পেন্টাগনের নাম রাখা হবে ডিপার্টমেন্ট অফ ওয়ার। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ যাতে এই নতুন নাম ব্যবহার করতে পারেন, তার জন্য শুক্রবার এগজিকিউটিভ অর্ডার বা নির্দেশনামায় সই করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে কোনো মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করতে চাইলে কংগ্রেসে তা পাশ করতে হয়। আইন না আনলে নাম পরিবর্তন সম্ভব নয় বলেই এই নির্দেশনামায় সই করবেন ট্রাম্প। বিবৃতিতে বলা হয়েছে, এই নির্দেশনামায় প্রেসিডেন্ট ট্রাম্প হেগসেথকে স্থায়ী ভাবে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের নির্দেশ দেবেন।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
কঙ্গোতে ইবোলায় মৃত ১৫
কঙ্গোতে অ্যাঙ্গোলার কাছে কাসাই অঞ্চলে নতুন করে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। বৃহস্পতিবার একথা ঘোষণা করা হয়েছে। তিন বছর আগে এখানে শেষ ইবোলার প্রাদুর্ভাব দেখা গেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইবোলাতে এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, ইবোলায় আক্রান্ত হয়েছেন ২৮ জন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রথম ইবোলা ধরা পড়ে ২০ অগাস্ট। জ্বর এবং বমি নিয়ে ৩৪ বছরের এক সন্তানসম্ভবা নারী এদিন হাসপাতালে ভর্তি হন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু জানিয়েছে, আক্রান্তদের মধ্যে চার জন স্বাস্থ্যকর্মী। তবে আক্রান্তদের সংখ্যা বাড়তে পারে।
এসসি/ এসজি ((এএফপি, এপি, রয়টার্স)
আফগানিস্তান ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে দুই হাজার ২০০। আহতের সংখ্যা চার হাজার। উদ্ধারকারীরা এখনো আটকে পড়া মানুষদের খুঁজে বার করার চেষ্টা করছেন।
তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লা ফিতরাত বৃহস্পতিবার বলেন, এই ভূমিকম্পে মৃত এবং ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মানুষ পাকিস্তান সীমান্তে কুনারের পার্বত্য অঞ্চলের বাসিন্দা।
অ্যামেরিকার জিয়োলজিকাল সার্ভে জানিয়েছে, রোববার আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পের পরে মঙ্গলবার ফের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে রোববারের কম্পনের মাত্রা ছিল ছয়। মঙ্গলবারের কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তে জালালাবাদের কাছে ফের কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
ইন্দোনেশিয়ার সংসদে বিক্ষোভ দেখাবেন শিক্ষার্থীরা, তাদের দাবি ‘রিসেট’
গত সপ্তাহ থেকে ইন্দোনেশিয়ার রাজপথের দখল নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীদের ‘বেম সি’ নামের একটি জোট ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘‘জনতার আন্দোলনের উৎস দুর্নীতি, আইনের রাজনৈতিক ব্যবহার, পরিবর্তিত ইতিহাস ও মানুষকে অবহেলা করে এমন নীতি৷ এর কারণেই গণঅভ্যুত্থান হয়৷’’
বৃহস্পতিবার দেশটির রাজধানী জাকার্তায় সংসদ ভবনে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা৷ প্রতিবাদরত শিক্ষার্থীদের দাবি, বর্তমান ব্যবস্থার আমূল পরিবর্তন হোক, যাকে তারা বলছেন ‘রিসেট দ্য সিস্টেম’৷ এই প্রতিবাদের নানা কর্মসূচিতে দেখা যাচ্ছে গোলাপি ও সবুজ রঙের ছড়াছড়ি, যা এই আন্দোলনের সমার্থক হয়ে উঠেছে৷
শিক্ষার্থীদের বিক্ষোভকে নিয়ন্ত্রণ করতে চেয়ে গত সপ্তাহে প্যারামিলিটারি ফোর্সের একটি ভ্যান ২১ বছর বয়সি এক ডেলিভারি কর্মীকে পিষে দেয়৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, আরো বাড়তে থাকে জনতার ক্ষোভ৷
সংসদ সদস্যদের রাষ্ট্র থেকে নানা ধরনের সুবিধে পাওয়া, সাধারণ মানুষের অর্থনৈতিক লড়াই ও দুর্নীতির মতো বিষয়কে সামনে রেখে বিক্ষোভ করছিলেন শত শত শিক্ষার্থী৷ পুলিশ তাদের থামাতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে৷
এসএস/এসিবি (রয়টার্স, এএফপি)
পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু
পর্তুগালের লিসবনে ফুনিক্যুলর বা ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন। ঘটনাটি ঘটে বুধবারে গ্লোরিয়া ফুনিক্যুলর রেলওয়ের ট্রামে। এদিন পর্তুগালের প্রশাসন একথা জানিয়েছে।
একটি বিবৃতি প্রকাশ করে ন্যাশানাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল এমারজেন্সিস জানিয়েছে, একটি শিশুসহ পাঁচজন আহতের অবস্থা গুরুতর। সঠিক সংখ্যা জানা না গেলেও, বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে বিদেশি নাগরিকও আছেন। তবে, দুর্ঘটনাগ্রস্ত সকলকে উদ্ধার করা হয়েছে।
গ্লোরিয়া ফুনিক্যুলর রেলওয়ের এই ট্রাম স্থানীয় মানুষদের পাশাপাশি ব্যবহার করতেন পর্যটকরাও। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। তবে এর কারণ এখনো জানা যায়নি। ছবিতে দেখা গেছে, ট্রামটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে এবং একটি বাড়ির সঙ্গে ধাক্কা খায়। এর অভিঘাতে ট্রামটির ছাদ এবং দেওয়াল তুবড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রামটি পাহাড়ের ঢালে নামার সময় দুর্ঘটনাটি ঘটে।
পর্তুগালের সরকার জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে তদন্ত শুরু হবে।
১৮৮৫ সালে গ্লোরিয়া ফুনিক্যুলরতৈরি হয়েছিল।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
নাইজেরিয়ায় নৌকা উল্টে দুর্ঘটনা,বহু মৃত্যুর আশঙ্কা
উত্তর-মধ্য নাইজেরিয়ায় নৌকা উল্টে বিরাট দুর্ঘটনা ঘটেছে। নৌকাতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। স্টেট এমার্জেন্সি ম্যানাজমেন্ট এজেন্সি (সেমা) একটি বিবৃতিতে জানিয়েছে, এখনো পর্যন্ত ২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত দুই জনের খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স এক সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মৃতের সংখ্যা ৬০ পেরিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় দুর্ঘটনাটি ঘটে। নৌকাটি মালালে প্রদেশের টুনগান সুলে থেকে ডুগগার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে নদীতে ডুবে থাকা একটি গাছের গুঁড়িতে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
এসসি/ এসজি (এএফপি, রয়টার্স)
অন্যায় ভাবে হার্ভার্ডে অনুদান বাতিল করেছেন ট্রাম্প, জানালো আদালত
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্যায় ভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়ন মার্কিন ডলারের অনুদান বন্ধ করেছে। বুধবার এমনটাই জানালো বোস্টনের একটি আদালত। গবেষণার জন্য অনুদান বন্ধ করতে পারবে না প্রশাসন, এমন কথাও জানিয়েছে আদালত।
মার্কিন বিচারক অ্যালিসন বওরোস আইভি লিগের এই বিশ্ববিবিদ্যালয়সম্পর্কে বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হোয়াইট হাউসের দাবি মেনে সরকারি নীতি পালন করতে অস্বীকার করাতে অন্যায় প্রতিশোধ স্পৃহা থেকে অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সংঘাতে, এই রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটা বড় জয়। এর আগে, হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তির উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
আর্জেন্টিনায় উদ্ধার নাৎসির হাতে চুরি যাওয়া শিল্পকর্ম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডস থেকে নাৎসিদের হাতে লুঠ হওয়া অষ্টাদশ শতাব্দীর ইটালির একটি ছবি শেষ পর্যন্ত উদ্ধার হলো আর্জেন্টিনায়। শিল্প বিশেষজ্ঞ এরিএল বাসসানো জানিয়েছেন, শিল্পকর্মটি ভালো অবস্থায় আছে। জুসেপে ঘিসলান্ডির আঁকা পোর্ট্রেইট অফ আ লেডি চিত্রটিকে সুরক্ষিত চেম্বারে রাখা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ১৭১০ সালে আঁকা ছবিটির অনুমানিক মূল্য এই মুহূর্তে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার। ১৯৪০-এ যখন জার্মানি নেদারল্যান্ডস আক্রমণ করে, সেখানে বিখ্যাত অ্যামস্টারডম গ্যালারির দখল নেয় নাৎসিরা। গোদস্টিকারের এই বিখ্যাত গ্যালারির বেশিরভাগ শিল্পকর্ম নিলামে ওঠে এবং হিটলার ঘনিষ্ঠ হেরমান গোয়েরিং অধিকাংশ শিল্পকর্ম কিনে নেন। তবে ১৯৪৫-এ যুদ্ধ শেষ হলে আর খোঁজ পাওয়া যায়নি ছবিটার। সম্প্রতি একটি বাড়ির বিজ্ঞাপনে ছবিটি দেখা যায়। জানা যায়, ছবিটি নাৎসি অফিসার ফ্রিড্রিশ কাডগাইনের মেয়ে প্যাট্রিশিয়া কাডগাইনের। ফ্রিডরিশ গোয়েরিংয়ের আইনজীবী ছিলেন। যুদ্ধ শেষ হলে তিনি ১৯৪৯ সালে আর্জেন্টিনায় চলে যান। ১৯৭৮ সালে তিনি মারা যান। প্যাট্রিশিয়ার কাছে এই শিল্পকর্মটির ছবি দেখে পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু ছবিটি তখন পাওয়া যায়নি। এরপর পুলিশ প্যাট্রিশিয়া এবং তার স্বামীকে গৃহবন্দি করে। বুধবার, তার স্বামী ছবিটি কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
ম্যাট ফোর্ড/এসসি
১২ সেপ্টেম্বর বলসোনারোকে রায় শোনাবে ব্রাজিলের আদালত
ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুলা ডি সিলভা গণতান্ত্রিক পদ্ধতিতে ২০২২ -এর নির্বাচনে জেতার পর সাবেক প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোবিদ্রোহ ঘোষণা করে সেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনায় তার বিরুদ্ধে বিচার চলছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই নিয়ে রায় দেওয়ার কথা ছিল। কিন্তু আদালত জানিয়েছে, রায়দান নিয়ে আরো চিন্তাভাবনা জরুরি। ফলে চূড়ান্ত রায় ঘোষণার দিন ১২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
২০২৩-এর ৮ জানুয়ারি, লুলার শপথ গ্রহণের পর দিনই বলসোনারোর সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়াতে একাধিক সরকারি অফিসে হামলা চালায়। জুলাইতে, প্রসিকিউটার জেনেরাল পাওলো গোনে বলেন 'গণতন্ত্রকে সহিংসভাবে ফেলে দেওয়ার জন্য সশস্ত্র অপরাধমূলক কাজে জড়িয়েছিলেন বলসোনারো এবং তার সাত অনুগামী। সেই থেকেই বিচার শুরু হয় বলসোনারোর।
অপরাধ প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সাবেক প্রেসিডেন্টের।
এসসি/এসজি (এএফপি, এপি, রয়টার্স)
ক্যালিফোর্নিয়ায় সেনা নামাতে পারবে না ট্রাম্প প্রশাসন
ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমন করতে সেনা মোতায়েন করতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক বিচারক এই রায় দিয়েছেন। ট্রাম্প এর মধ্যেই শিকাগোসহ অন্যান্য শহরে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। তার পরেই এই রায় বার হলো।
এর আগে এই বছরের জুনে লস অ্যাঞ্জেলেসে চার হাজার ন্যাশানাল গার্ড এবং ৭০০ মেরিনকে নামিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিন বিচারক চার্লস ব্রেয়র আদেশ দিয়েছেন, এর ফলে ট্রাম্প প্রশাসন পসে কমিটাটস অ্যাক্ট নামের একটি আইন ভেঙেছে। এই আইনে বলা হয়েছে, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে সেনা হস্তক্ষেপ করতে পারবে না।
তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে হোয়াইট হাউস। মুখপাত্র অ্যানা কেলি ব্রেয়রকে 'অসৎ বিচারক' বলেছেন। তিনি আরো বলেন, সেনা নামানোর কারণে লস এঞ্জেলসে গণ বিশৃঙ্খলাআটকানো গেছিল। একটি বিবৃতিতে কেলি বলেন, "দেশের আইন মেনে চলা নাগরিকদের সুরক্ষার প্রতি প্রেসিডেন্ট দায়বদ্ধ। এবং এটি (এই রায়) এই বিষয়ে শেষ কথা নয়।"
এসসি/এসজি (এপি, রয়টার্স)
নাৎসি চোর: শিল্পকর্ম চুরির অভিযোগে আর্জেন্টিনায় গৃহবন্দি দুই
সপ্তদশ শতাব্দীর একটি চিত্র চুরির বিষয়ে এক নাৎসি অফিসারের মেয়ে ও তার স্বামীকে গৃবন্দীর নির্দেশ দিলো আর্জেন্টিনারএক আদালত। মনে করা হচ্ছে সেই চিত্রটি অনেক দশক আগে ওই নাৎসি অফিসার চুরি করেছিলেন। পোট্রেট অফ আ লেডি নামে ওই চিত্রটি ডাচ-ইহুদি চিত্র-ব্যবসায়ী জ্যাকি গোডস্টিকারের কাছে ছিল বলে জানা যায়। ১৯৪০-এর মে মাসে নেদারল্যান্ডস আক্রমণ করে জার্মানি। সেখানে গোদস্টিকারের বিখ্যাত অ্যামস্টারডম গ্যালারির দখল নেয় নাৎসিরা। ডাচ তালিকা অনুযায়ী চিত্রটি বার্লিনের কাডগাইন নামে কোনো ব্যক্তির হাতে হস্তান্তরিত হয়। গত ৮০ বছর ধরে ছবিটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত মাসে প্যাট্রিশিয়া কাডগাইন নামে এক ব্যক্তির বাড়ির ছবি বিজ্ঞাপনে প্রকাশিত হয়। সেখানে এই ছবিটি দেখতে পাওয়া যায়। জানা যায়, প্যাট্রিশিয়া প্রয়াত নাৎসি অফিসার ফ্রিডরিশ কাডগাইনের মেয়ে। কর্তৃপক্ষ প্যাট্রিশিয়ার বাড়িতে গেলে ছবিটি আর খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর আর্জেন্টিনায় পালিয়ে আসেন ফ্রিডরিশ। তিনি ১৯৭৮-এ মারা যান। তবে এই নাৎসি অফিসারের কোনো বিচার হয়নি।
এসসি/এসজি (এপি, রয়টার্স)
প্রতিযোগীদের সঙ্গে তথ্য ভাগ করতে হবে গুগলকে, জানালেন বিচারক
প্রতিযোগিতা বাড়াতে অন্যান্য সার্চ ইঞ্জিনের সঙ্গে তথ্য ভাগ করে নিতে হবে গুগলকে। অ্যামেরিকার এক বিচারক মঙ্গলবার এই রায় দিয়েছেন।
প্রসিকিউটর স্মার্টফোনে গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড বিক্রির দাবি করেছিলেন। যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক অমিত মেহতা তার ২২৬-পাতার রায়ে সেই দাবি নাকচ করে দেন।
গুগল উচ্চতর আদালতে যাবে বলে জানানো হয়েছে। সংস্থার সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, এই রায়ের অর্থ হলো সংস্থার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সমস্ত তথ্য প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া।
আদালত অবশ্য জানিয়েছে, প্রতিযোগীদের আটকাতে গুগল কোনো একচেটিয়া চুক্তি করতে পারবে না।
গত পাঁচ বছর ধরে মার্কিন সরকারের সঙ্গে গুগলের আইনি লড়াইয়ের পরে এই রায় দিয়েছেন বিচারক।
এসসি/এসজি (এপি, রয়টার্স)
প্রধান বিরোধী দলের ইস্তাম্বুল প্রধানকে বহিষ্কার করলো তুরস্কের আদালত
অনিয়মের অভিযোগে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি -সিএইচপি-র ইস্তাম্বুল প্রদেশের প্রধান ওজুর চেলিককে বরখাস্ত করেছে তুরস্কের একটি আদালত। দলটির ১৯৫ জন নেতা এবং প্রতিনিধিদেরও বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত।
তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এর্দোয়ানের বিরোধীদের ওপর এটি সবশেষ বিচারিক আঘাত।
ইস্তাম্বুলের আদালত রায় দিয়েছে, ২০২৩ সালে সিএইচপি দলের ইস্তাম্বুল প্রাদেশিক কংগ্রেসে প্রতিনিধিদের ভোট নগদ অর্থ প্রদানের মাধ্যমে প্রভাবিত করা হয়েছিল। এই কংগ্রেসে নির্বাচিত বোর্ড সদস্যদের অপসারণ করা উচিত বলেও রায় দিয়েছে আদালত।
রায়ের একটি অনুলিপি দেখে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৮ অক্টোবর, ২০২৩ তারিখে "ইস্তাম্বুল প্রাদেশিক কংগ্রেসে গৃহীত সমস্ত সিদ্ধান্ত" স্থগিত করেছে আদালত।
সিএইচপির সাবেক ডেপুটি চেয়ারম্যান গুরসেল তেকিনকে আদালত অন্তর্বর্তীকালীন প্রাদেশিক প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। এই রায়ের ফলে তুরস্কের শেয়ারবাজারেও ব্যাপক প্রভাব পড়েছে।
ইস্তানবুলের আদালতের রায় আংকারায় আরেকটি আদালতে চলমান মামলার উপর প্রভাব ফেলতে পারে। এই মামলার রায়ে সিএইচপি নেতা ওজুর ওজেল তার দলীয় প্রধানের পদ হারাতে পারেন। ২০২৩ সালে দলের ৩৮তম সাধারণ কংগ্রেসের ফলাফলে প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগে দলীয় প্রধানের পদ থেকে তাকে বরখাস্ত করার রায় দিতে পারে আংকারার আদালত।
সেই কংগ্রেসেই কামাল কিলিচদারোলুর স্থলাভিষিক্ত হয়েছিলেন ওজেল। সেই বছরের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এর্দোয়ানের কাছে হেরে গিয়েছিলেন কিলিচদারোলু।
তুরস্কের প্রধান বিরোধী দলের উপর এক অভূতপূর্ব দমন-পীড়নের মধ্যেই মঙ্গলবারের রায়টি এলো। দেশব্যাপী বিরোধী দমনের অংশ হিসাবে এর্দোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুসহ ১৫ জন মেয়রকে আটককরা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় সিএইচপি দলের নির্বাহী কমিটি তাৎক্ষণিকভাবে আংকারায় একটি জরুরি সভা ডেকেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় চেলিক বলেছেন, "প্রক্রিয়াটি অনুসরণ এবং পরিচালনা করার জন্য" দলের ইস্তানবুল সদর দপ্তরে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন, "রিপাবলিকান পিপলস পার্টি জনগণের বাড়ি। এটি দখল করা যাবে না!"
এডিকে/এসিবি (রয়টার্স, এএফপি)
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে দুই হাজারের বেশি উত্তর কোরীয় সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার
রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার পাঠানো সেনার মধ্যে দুই হাজার নিহত হয়েছে বলে তথ্য রয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছে। দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ দাবি করেছেন।
এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষেবা (এনআইএস) অন্তত ৬০০ উত্তর কোরিয়ান সেনা নিহতের তথ্য জানিয়েছিল।
মঙ্গলবার গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পর আইনপ্রণেতা লি সিওং-কুয়েন সাংবাদিকদের বলেন, সবশেষ পরিসংখ্যান অনুযায়ী নিহত উত্তর কোরীয় সেনার সংখ্যা বেড়ে দুই হাজারে দাঁড়িয়েছে।
পশ্চিমা রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে উত্তর কোরিয়া গত বছর রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে। তাদের বেশিরভাগই মোতায়েন রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে। রাশিয়াকে আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং রকেট সিস্টেমও সরবরাহ করেছে পিয়ংইয়ং।
লি জানিয়েছেন, উত্তর কোরিয়া অতিরিক্ত ছয় হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও তথ্য রয়েছে এনআইএস।
তিনি বলেন, এরই মধ্যে "প্রায় এক হাজার যুদ্ধ প্রকৌশলী রাশিয়ায় পৌঁছেছেন।"
২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানো শুরু করে।
তবে কেবল এ বছরের এপ্রিল মাসে রাশিয়ায় সৈন্য পাঠানোর কথা স্বীকার করে পিয়ংইয়ং। যুদ্ধে তাদের 'কিছু সৈন্য' নিহত হওয়ার কথাও স্বীকার করে দেশটি।
জুলাই মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিহত সৈন্যদের আত্মীয়দের সঙ্গে দেখা করে তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান।
এডিকে/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)