বিশ্ব: গাজা শহর থেকে অধিবাসীদের সরে যেতে বললেন নেতানিয়াহু
প্রকাশিত ৮ সেপ্টেম্বর ২০২৫শেষ আপডেট ৯ সেপ্টেম্বর ২০২৫আপনার যা জানা দরকার
- গাজা শহর থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ নেতানিয়াহুর
- রুপার্ট মারডকের উত্তরসূরি হবেন ছেলে লাচলান
- নরওয়েতে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন লেবার পার্টির জোনাস
গাজা শহর থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ নেতানিয়াহুর
গাজা শহরে লাগাতার বিমান হানা এবং সেনা অভিযানের কথা জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। অন্যদিকে জেরুসালেমের বাসস্ট্যান্ডে গুলি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের সেনা গাজা শহরে ঢোকার জন্য প্রস্তুত। যে কোনো সময় তারা সেখানে ঢুকে আক্রমণ চালাতে পারে। পাশাপাশি বিমানবাহিনীও লাগাতার বিমান হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের প্রতি তার নির্দেশ, সকলে যেন শহর ছেড়ে দক্ষিণ গাজায় গিয়ে আশ্রয় নেন।
এদিকে সোমবার জেরুসালেমের বাসস্ট্যান্ডে গুলি চলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দুই বন্দুকধারীকে পুলিশ ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে। পূর্ব জেরুসালেম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে সে যুক্ত বলে দাবি করা হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)
রুপার্ট মারডকের উত্তরসূরি হবেন ছেলে লাচলান
রুপার্টের বাকি ছেলেরা মিডিয়া ব্যবসায় অংশ নেবেন না। ইকুইটি বিক্রি করে তাদের সম্পত্তি হস্তান্তর করা হবে। ব্যবসা দেখবেন শুধু লাচলান।
৯৪ বছরের মিডিয়া ব্যবসা মারডক পরিবারের। কে হবে এই ব্যবসার উত্তরসূরি, তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। রুপার্ট মারডকের ছেলেরা ব্যবসায় উৎসাহিত নন বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল। শেষবার মারডক পরিবার পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করলো।
বলা হয়েছে, রুপার্ট মারডকের মৃত্যুর পর তার ছেলে লাচলান মিডিয়া ব্যবসার দায়িত্ব সামলাবেন। বাকি ছেলেরা এই ব্যবসায় অংশ নেবেন না। তাদের ইকুইটি বিক্রি করে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে।
লাচলান বরাবরই ব্যবসা চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন। সে কারণে ব্যবসার অংশীদার কেবলমাত্র তিনিই হবেন।
অ্যামেরিকার জনপ্রিয়তম ফক্স নিউজের এডিটোরিয়াল পলিসিতেও কোনো পরিবর্তন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফক্স নিউজ ছাড়াও ওয়ালস্ট্রিট জার্নাল চালায় মারডকদের সংস্থা।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)
নরওয়েতে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন লেবার পার্টির জোনাস
নরওয়ের ভোটের আগে লেবার পার্টি জোট বেঁধেছিল চারটি বাম দলের সঙ্গে। টান টান লড়াইয়ে খুব কম ব্যবধানে জয়লাভ করেছে এই জোট। বিরোধী কনজারভেটিভ পার্টিও ভালো সমর্থন পেয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোয়েরে এই নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন। তার দল লেবার পার্টি সব মিলিয়ে ২৮ শতাংশ ভোট পেয়েছে। বাকি পেয়েছে জোটসঙ্গী বাম দলগুলি।
জোনাসের পক্ষে এবারের ভোট সহজ ছিল না। মন্ত্রিসভার মধ্যে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। দলের ভিতর বিরোধী স্বর সরব হয়েছিল। কিন্তু সেই সব কিছু সামলে ভোটে নেমেছিলেন জোনাস। আপাতত তার চিন্তা কিছুটা কমলো বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
জেতার পর জোনাস বলেছেন, ''এই ফলাফল বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে দিলো। দক্ষিণপন্থা যতই মাথা তুলে দাঁড়াক না কেন, এখনো সোশ্যাল ডেমোক্র্যাট মতাদর্শ জয়ী হতে পারে।''
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
জ্যানিক সিনারকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন কার্লোস আলকারাজ
ইটালির জ্যানিক সিনারকে চার সেটে হারিয়ে পুরুষদের ইউএস ওপেনের খেতাব জিতলেন স্পেনের কার্লোস আলকারাজ। খেতাবের পাশাপাশি সিনারকে সরিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এলেন তিনি।
খেলার প্রথম গেমেই সিনারের পয়েন্ট ব্রেক করে এগিয়ে যান আলকারাজ। আধঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই প্রথম সেটটি ৬-২-এ জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য আলকারাজকে দাঁড়াতে দেননি সিনার। ৬-৩-এ জেতেন দ্বিতীয় সেট। তৃতীয় সেটে ফের জ্বলে ওঠেন আলকারাজ। ৬-১-এ জেতেন তৃতীয় সেট। চতুর্থ সেটে মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান সিনার। চতুর্থ সেটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিনার। শেষে একটি নিখুঁত এস সার্ভ করে ম্যাচ জেতেন আলকারাজ।
এর আগে, শনিবার, আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে ইউএস ওপেনের নারীদের খেতাব জেতেন সাবালেঙ্কা।
এদিন আর্থার অ্যাশ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ডনাল্ড ট্রাম্প। তার সুরক্ষার জন্য রবিবার খেলা দেরিতে শুরু হয়। বহু দর্শক অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর স্টেডিয়ামে ঢোকার সুযোগ পান। পরে, ট্রাম্প আসায়, দর্শকদের একাংশ তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
এসসি/ এসজি (এএফপি, এপি, রয়টার্স)
দায়িত্ব নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিলেন অ্যানুতিন চার্নভিরকুল। রোববার দেশের রাজা মাহা ভাজিরালংকর্ন তাকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়ার পরেই দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আগামী বছর নির্বাচন। কিছুদিন আগেইআদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পেয়তংতাম শিনাওত্র। এর পর পিপলস পার্টির সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী হন অ্যানুতিন। এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল পিপলস পার্টি। তারা শর্তসাপেক্ষে অ্যানুতিনকে সমর্থন করার কথা জানিয়েছিল। শর্ত হলো, ক্ষমতায় এসে চার মাসের মধ্যে নির্বাচন করবেন নতুন প্রধানমন্ত্রী। এই শর্তে রাজি হন অ্যানুতিন।
এসসি/ এসজি (এপি, রয়টার্স)
জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ইশিবা
একবছরের কম সময়ের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শিগেরু ইশিবা। ২০২৪-এর অক্টোবরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং কমিয়েটো পার্টির জোট সরকারের তরফে প্রধানমন্ত্রী পদে বসেন ইশিবা।
এই এক বছরে সংসদের দুটি সভাতেই এই জোট সরকার নিজেদের সংখ্যাগুরু প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ইশিবার উপর আস্থা হারান তার দলেরই একাংশ। রোববার একটি সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, তিনি দলের সভাপতির পদ থেকেও ইস্তফা দিচ্ছেন।
এর আগে তার দল এলডিপি পুনরায় নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এর ফলে ইশিবার প্রতি অনাস্থাই স্পষ্ট হয়। দল এই সিদ্ধান্ত ঘোষণার আগেই ইশিবা পদত্যাগ করলেন। তবে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
এসসি/ এসজি (এএফপি, এপি)