বিলবাও দেখুন স্থানীয়দের চোখে
২ সেপ্টেম্বর ২০২২স্পেনের দক্ষিণে সায়ত্বশাসিত বাস্কে কান্ট্রির সবচেয়ে বড় শহর বিলবাও৷ শিল্প, সংস্কৃতি ও প্রসিদ্ধ খাবারের কারণে জায়গাটি পর্যটকদের জন্য আকর্ষণীয়৷ প্রায় সাড়ে তিন লাখ মানুষের বাস এখানে৷ এখানে কী কী দেখতেই হবে তা যদি স্থানীয়দের জিজ্ঞাসা করা হয়, তবে?
লবাওয়ে জন্ম নেয়া স্থানীয় বাসিন্দা আনা জালদিবার বলেন, ‘‘আপনি বিলবাওতে গুগেনহাইম মিউজিয়ামটি মিস করতে চাইবেন না৷ এর স্থাপত্য অসাধারণ৷ অন্য মিউজিয়াম থেকে আলাদা৷ স্থায়ী ও অস্থায়ী প্রদর্শনীগুলো চমৎকার৷’’
তাহলে প্রথম বিরতি শহরের মাঝে গুগেনহাইম মিউজিয়ামে৷ ১৯৯৩ সালে বিশ্ববিখ্যাত স্থপতি ফ্রাঙ্ক গেহরি এর নকশা করেন৷ এখানে ১২ মিটার লম্বা একটি কুকুরের ভাস্কর্য পর্যটকদের অভিবাদন জানায়, জেফ কুনসের তৈরি এই ভাস্কর্যের নাম ‘পাপ্পি'৷
মিউজিয়ামের পেছনে ‘মামান' নামের মাকঁড়শা৷ এই ভাস্কর্য তৈরি করেছেন লুইস বুরগিওয়াস৷ সমসাময়িক শিল্পের সমাহারে গুগেনহাইম মিউজিয়ামটি তাই বিলবাও দেখার প্রথম ধাপ হতেই পারে৷
কিন্তু মিউজিয়ামের কাছে আর কী দেখা যেতে পারে?
‘‘জুবিজুরি সেতুটি হেঁটে বেড়ানোর জন্য একটা চমৎকার জায়গা৷ বিলবাওয়ের শহরকেন্দ্রের চমৎকার কিছু ছবি দেখা যায় এখান থেকে৷ আপনি যখন সেতুটি হেঁটে পার হবেন, তখন মনে হবে, আপনি বাতাসের সঙ্গে চলছেন৷ এটা খুব প্রশান্তির একটা হাঁটা,’’ বলছিলেন বিলবাওয়ে জন্ম নেয়া আরেক স্থানীয় বাসিন্দা ইরাতি ইবাবে৷
নেরভিওন নদীর তীরে অবস্থান বিলবাওয়ের৷ শহরটির ওপর নয়টি সেতু আছে৷ জুবিজুরি পথপারাপারের সেতুটি তার একটি৷ অনেকের কাছে এটিই সবচেয়ে সুন্দর৷ বাস্কে ভাষায় এর অর্থ ‘সাদা সেতু'৷ ৯০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করা হয়৷ স্প্যানিশ স্থপতি সান্তিয়াগো কালাতরাভা এটির নকশা করেন৷
আজীবন বিলবাওতেই কাটিয়ে দেয়া ক্যাব চালক ভিক্টর আবিন বলেন, ‘‘আমি বলবো, আপনি আর্টজান্দা পর্বত ঘুরে আসুন৷ ওপর থেকে পুরো শহরের চমৎকার দৃশ্য দেখতে পাবেন৷ মনে মনে আপনি হিসেবও করে নিতে পারবেন, কোনটি আপনি দেখতে চান এবং সেটা কোথায়৷''
পর্বতের ওপরে গাড়ি, কেবল কার অথবা পায়ে হেঁটে উঠতে পারেন৷ কেবল কারে চড়ে উঠতে লাগে মাত্র তিন মিনিট৷ আড়াইশ মিটার ওপরে উঠলে আপনি একটা দেখার স্থান পাবেন৷ এটা শহরের সবচেয়ে বিস্তৃত দৃশ্য এবং আরেকটি কারণ কেন আপনি বিলবাওয়ে যেতে চান৷
ডিয়ানা পিনেরোস/জেডএ