বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য শোক, আফঈদাদের শিরোপা উৎসর্গ
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের নেতারা৷ অনূর্ধ্ব–২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসর্গ করা হয়েছে নিহতদের প্রতি৷
সারা দেশে রাষ্ট্রীয় শোক
বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বিমান–দুর্ঘটনায় নিহতদের জন্য আফঈদাদের শিরোপা উৎসর্গ
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব–২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসে চোখে পানি টলমল করছিল বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকারের। তিনি বলেন,‘‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যারা নিহত হয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’’
জাতিসংঘের শোকপ্রকাশ
ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি কার্যালয়ের তরফে এক বার্তা প্রকাশ করে শোক জানানো হয়েছেএই ঘটনায়৷ বার্তায় বলা হয়েছে, ‘‘জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ও এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে৷’’ পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, মঙ্গলবারের রাষ্ট্রীয় শোকের সঙ্গে জাতিসংঘ একাত্ম৷
ইউরোপীয় ইউনিয়নের শোক
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদল জানিয়েছে, এই ঘটনা অত্যন্ত শোকের৷ এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে)তারা জানিয়েছে, ‘‘আমরা নিহত ও তাদের পরিবার এবং আহতদের সঙ্গে আছি৷’’ ঢাকায় সুইজারল্যান্ডের দূতাবাস জানিয়েছে, স্কুলভবনে বিমান ভেঙে পড়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক৷
ভারতের শোকবার্তা
বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক্স-এ একটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনা ও শিক্ষার্থীদের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত৷’’ তিনি এ-ও জানিয়েছেন, ‘‘ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত৷’’
শোক জানিয়েছে পাকিস্তানও
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বাংলাদেশের এই দুর্ঘটনা ও প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন৷ এ-ও জানিয়েছেন, এই কঠিন সময়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছেন৷ শোক প্রকাশ করেছেন পাক উপপ্রধানমন্ত্রী ঈশাক দার-ও৷
চীনের সমবেদনা
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশের এই দুর্ঘটনায় শোক জানিয়েছে৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা এক বিবৃতিতে৷ পাশাপাশি জানিয়েছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য তারা শোকস্তব্ধ৷ নিহতদের পরিজনের প্রতি তাদের আন্তরিক সমবেদনা রইল৷
তুরস্কের শোকবার্তা
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তা প্রকাশ করে জানিয়েছে, বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছে তারা৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা৷
জাপানের সমবেদনা ও বার্তা
ঢাকায় জাপান দূতাবাস এক শোকবার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে৷ আরোগ্য কামনা করেছে আহতদেরও৷ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অন্তর্বর্তী) নাওকি তাকাহাশি বলেন, ‘‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সম্প্রতি এটি জাইকার সঙ্গে যৌথভাবে প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেছিল। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’