বিবাহ বিচ্ছেদ উপলক্ষে ডিভোর্স পার্টি
১১ জুন ২০১১ছয় বছর আগে তাদের বিয়ের আয়োজনটা ছিল দেখার মত৷ ব্রাজিলের আমাজন নদীর ওপর একটি ছোট্ট ডিঙ্গিতে বিয়ের মন্ত্র পড়েন তারা৷ এরপর তাদের সেই সংসারে দুটি সন্তানও এসেছে৷ কিন্তু প্রতিদিন সকালে একই চেহারা দেখতে দেখতে যেন হাঁপিয়ে উঠেছেন তারা৷ মনের অজান্তে তারা বুঝে নিয়েছেন ‘‘আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে৷'' তাই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হয়ে যাওয়ার, নতুন করে ভিন্ন পথ খোঁজার৷
তবে সেটি নীরবে নয়, সবাইকে জানিয়ে বেশ ঘটা করেই করতে চান ৩৫ বছরের জ্যাক হোয়াইট আর ৩২ বছরের কারেন এলসন৷ আর কয়েকদিন পর তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী, আর সেদিনই তারা তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেবেন৷ সেই ডিভোর্স পার্টিতে দুজনের পক্ষ থেকে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ জানানো হয়েছে৷ এই দম্পতি আরও জানিয়েছেন, বিচ্ছেদ হয়ে গেলেও দুজন দুজনার ‘‘ভালো বন্ধু'' হয়ে থাকতে চান তারা৷
উল্লেখ্য, জ্যাক হোয়াইটের জন্য অবশ্য এটি প্রথম বিচ্ছেদ নয়৷ এর আগে তার ব্যান্ড দলের ড্রামার মেগ হোয়াইটের সঙ্গেও চার বছরের সংসারের সমাপ্তি টেনেছিলেন তিনি৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী