বিনা পয়সায় খাদ্যশস্য চালু, বন্ধ দুই-তিন টাকায় চাল-গম
২৭ ডিসেম্বর ২০২২করোনার সময় থেকে চালু প্রকল্প এবার বন্ধ করে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্প অনুযায়ী দেশের ৮০ কোটিরও বেশি মানুষ মাসে পাঁচ কিলোগ্রাম করে চাল, দম, অন্য খাদ্যশস্য পেতেন। তিন বছর ধরে এই প্রকল্প চলছিল। পাশাপাশি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পও চলছিল। এই প্রকল্পে গরিবরা তিন টাকা কিলোগ্রাম দরে চাল ও দুই টাকা কিলোগ্রাম দরে গম পেতেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেয়া হবে। কিন্তু চালু থাকবে খাদ্য সুরক্ষা প্রকল্প। সেই প্রকল্পে এখন কিছুটা পরিবর্তন করা হবে। আগে গরিবদের তিন টাকা দিয়ে চাল ও দুই টাকা কিলোগ্রাম দরে গম কিনতে হতো। এবার তাদের বিনা পয়সায় মাসে পাঁচ কেজি খাদ্যশষ্য দেয়া হবে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নিয়েছেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনানুযায়ী গরিবরা এবার বিনা পয়সায় পাঁচ কেজি খাদ্যশস্য পাবেন। ৮১ কোটি ৩৫ লাখ মানুষ এই সুবিধা পাবেন। এছাড়া অন্ত্যোদয় অন্ন য়োজনায় অতি-গরিবরা প্রতি মাসে ৩৫ কিলোগ্রাম চাল-গম আগের মতোই দেয়া হবে। সেটাও বিনা পয়সায়।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে গরিবরা আগের মতোই মাসে পাঁচ কিলোগ্রাম করে খাদ্যশস্য বিনা পয়সায় পাবেন। শুধু তারা দুই টাকায় গম, তিন টাকায় চাল আর পাবেন না। বিজয় গোয়েলের দাবি, নতুন ব্যবস্থায় খাদ্য সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার দুই লাখ কোটি টাকা খরচ করবে।
কেন এই সিদ্ধান্ত?
দুইটি প্রকল্প একসঙ্গে চালু রাখলে কেন্দ্রীয় সরকারের একশ মিলিয়ান টন খাদ্যশষ্য লাগত। ফুড কর্পোরেশনের কাছে অত খাদ্যশস্য মজুত নেই। ফলে আরো খাদ্যশস্য কিনতে হত। খরচ বাড়ত। তাছাড়া এখন করোনার আগের সেই তাণ্ডব নেই। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জনজীবন পুরোদমে চালু আছে। আর্থিক কাজকর্ম আগের মতো হচ্ছে। ফলে এই অবস্থায় দুইটি প্রকল্প একসঙ্গে চালিয়ে বিপুল খরচের বোঝা নিতে চাইছে না কেন্দ্র।
আবার বিনা পয়সায় চাল-গম দেয়ার প্রকল্প এতটাই জনপ্রিয় যে সেটা বন্ধ করলে তার বিরূপ প্রভাব বিজেপি-র উপর পড়ত। সেজন্য রাজনৈতিক স্বার্থ বজায় রেখে, ভর্তুকির বোঝা কিছুটা কম করার রাস্তায় নরেন্দ্র মোদী হেঁটেছেন বলে বিশেষজ্ঞদের মত। এভাবেই অর্থনীতি ও রাজনীতির স্বার্থকে রক্ষা করতে চেয়েছেন মোদী। এর সুফল তিনি আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পেতে চান।
ফলে আপাতদৃষ্টিতে দেখে মনে হবে, গরিবরা তো আগের মতোই বিনা পয়সায় চাল-গম পাবেন, কিন্তু আসল ঘটনা হলো, তারা আগে দুটাকা-তিন টাকায় যে খাদ্যশস্য পেতেন তা বন্ধ হয়ে গেল। ফলে সেদিক দিয়ে দেখতে গেলে তারা আগের থেকে কম পরিমাণ চাল-গম ভর্তুকিতে পাবেন। কিন্তু একেবারে গরিবরা আগের মতোই অন্ত্যোদয় অন্ন যোজনায় ৩৫ কিলোগ্রাম চাল-গম পাবেন। গরিবদের জন্য বয়স্ক পেনশন প্রকল্প, বিধবা ভাতার মতো সব প্রকল্প চালু আছে এবং অর্থনীতি সচল থাকায় তাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকছে, কাজ না পেলে একশ দিনের কাজের গ্য়ারান্টিও থাকছে।
জিএইচ/এসজি(পিটিআই)