বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে জার্মানি
২২ আগস্ট ২০২৫তথ্যপ্রযুক্তি শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের চেষ্টা করা হচ্ছে৷
এআই দিয়ে সিনেমা বানাতে চান? পটসডাম বিশ্ববিদ্যালয়ের হাসো প্লাটনার ইনস্টিটিউট বা এইচপিআই আপনার জন্য উপযুক্ত জায়গা হতে পারে৷ সেখানে ভবিষ্যতের প্রযুক্তির উপর ফোকাস করা হচ্ছে- এমন এক ক্ষেত্র, যেখানে জার্মানি এবং ইউরোপকে তাল মিলিয়ে চলতে হবে৷
এইচপিআই এর ফ্রাঙ্ক পাভলিটশেক জানান, ‘‘এইচপিআই-এর লক্ষ্য হলো ইউরোপীয় ডিজিটাল সার্বভৌমত্বকে শক্তিশালী করা৷ যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝে ইউরোপের অবস্থান শক্ত করা খুব গুরুত্বপূর্ণ৷ তাই আমরা ভবিষ্যতের প্রতিভাদের প্রশিক্ষণ দিচ্ছি যেন তারা ঠিক এই পার্থক্য তৈরি করতে পারে৷''
ব্যবসা করার দেশ হিসেবে জার্মানি কম প্রতিযোগিতামূলক হয়ে উঠছে৷ বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৭তম স্থান থেকে নেমে ২৪তম স্থানে এসেছে৷
জার্মানির নতুন সরকার বলছে, তারা বিষয়টি নজরে রেখেছে৷ তাই প্রতিরক্ষা, ডিজিটালাইজেশন এবং অবকাঠামোর জন্য বিলিয়ন বিলিয়ন ইউরো ঘোষণা করছে৷ এর ফলে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হতে পারেন৷
জাপানি প্রযুক্তি কোম্পানি ওকি সম্প্রতি বার্লিনে একটি অফিস খুলেছে৷ তারা একটি প্রযুক্তি তৈরি করেছে যেটি অপটিক্যাল ফাইবার সেন্সর ব্যবহার করে সেতু, রাস্তা এবং ভবনের অবস্থা পর্যবেক্ষণ করে৷ কেন তারা জার্মানিকে বেছে নিলো?
ওকির কর্মকর্তা হিরোইয়ুকি সাইতো জানান, ‘‘আমরা এখানে দুটি কারণে এসেছি৷ একটি হলো আমাদের প্রযুক্তিগুলো শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া৷ এটি আমরা এখানে করতে পারবো বলে আত্মবিশ্বাসী৷ এটি গবেষণা ও উন্নয়নের একটি দিক৷ আর অন্য কারণ, আমাদের পণ্যের প্রচার করা৷''
বড় বাজার, স্থিতিশীলতা এবং একটি নির্ভরযোগ্য আইনি ব্যবস্থা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন জার্মান সরকারের ব্যবসা উন্নয়ন সংস্থা ‘জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্ট' এর আখিম হার্টিগ৷ বিনিয়োগকারীদের চাওয়ার তালিকায় আর কী আছে তাও তিনি জানেন৷ ‘‘অবশ্যই তাদের বিদ্যুতের দাম কম দরকার৷ লাল ফিতার দৌরাত্ম্য কম দরকার৷ তাদের দক্ষ কর্মীবাহিনী প্রয়োজন এবং সম্ভবত, ভবিষ্যতে জার্মানিতে দক্ষ কর্মীবাহিনী কীভাবে বিকশিত হবে তার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিও তাদের প্রয়োজন,'' বলেন হার্টিগ৷
পটসডাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরা যাক৷ হাসো প্লাটনার ইনস্টিটিউট তার সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে৷ শিক্ষার্থীরা শুধু ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কেই নয়, বাস্তব পৃথিবীতে তাদের গবেষণা কীভাবে প্রয়োগ করতে হয় তা-ও শিখবে৷ ইউরোপকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে প্রস্তুত করার আশা তাদের৷
কেয়ার্স্টিন শোয়াইৎসার/জেডএইচ