বিডিআর বিদ্রোহে নিহতদের চির বিদায় জানাল লাখো মানুষ
২ মার্চ ২০০৯বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পলাতক বিডিআর সদস্যরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সারাদেশে অভিযান অব্যাহত থাকবে৷
৪১ জন সেনা কর্মকর্তাসহ ৫০ জনের জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্যারেড স্কোয়ারে৷ রাষ্ট্রপতি ও সেনা প্রধানসহ লাখো শোকার্ত মানুষ অংশ নেন এই জানাজায়৷ তারা বিদায় জানান, লাল সবুজের পতাকা রক্ষার শপথ নেয়া বীর সেনানীদের৷ গত ২৫শে ফেব্রুয়ারি উচ্ছৃংখল বিডিআর সদস্যদের হাতে ৮০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন৷ সোমবার যাদের চির বিদায় জানানো হয়েছে তাদের মধ্যে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ ১৪ জন কর্ণেল, ৮ জন লে. কর্ণেল এবং ১৯ জন মেজর পদ মর্যাদার কর্মকর্তা রয়েছেন৷
রাষ্ট্রপতি ও সেনা প্রধান ছাড়াও বিমান ও নৌবাহিনীর প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান তাদের৷ নিহত সেনা কর্মকর্তাদের বনানী কবরস্থানে দাফন করা হয়েছে৷
জানাজার সময় প্যারেড গ্রাউন্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্ত্রী, পরিজন ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়৷ তারা কান্নায় ভেঙ্গে পড়েন৷ নিহতদের স্ত্রী ও আত্মীয় স্বজনরা বুকফাটা কান্নায় বিচার চান ঘাতকদের৷
অন্যদিকে, পলাতক বিডিআর সদস্যদের ধরতে সারা দেশে অভিযান অব্যাহত আছে৷ এই অভিযানে পুলিশ ও র্যাবের সঙ্গে সেনা সদস্যরাও অংশ নিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে৷