বিজ্ঞাপন
হামলার শিকার সাংবাদিক আসিফ হোসেন ডয়চে ভেলেকে বলেন,“ আমার ওপর রীতিমত মব হামলা হয়। আইনজীবী মহিউদ্দিন মাহি আমাকে ঘুষি মারার পর আরো বেশ কয়েকজন আইনজীবী আমার ওপর হামলে পড়েন। আমাকে কিলঘুষি মারেন। এসসময় আদালতের ভিতরে ও বাইরে পুলিশ ছিলো। তারা কোনো ব্যবস্থা নেয়নি। আর বিচারকের কাছে আমি চিৎকার করে আমার ওপর হামলার কথা জানালে তিনিও কোনো ব্যবস্থা না নিয়ে, কোনো আদেশ না দিয়ে এজলাস ছেড়ে চলে যান। আর আইনজীবী সমিতির সভাপতি আসার পর তার সঙ্গেই বের হয়ে যান হামলাকারী আইনজীবী মহিউদ্দিন মাহি।”
তার কথা,“ এই সময়ে আমিই আইনজীবীর হামলার শিকার হলাম। তবে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা আইনজীবীদের নিত্যদিনের ঘটনা। তারা প্রায়ই সাংবাদিকদের আদালত কক্ষে ঢুকতে দিতে চায়না।”