‘মামলা শেষ পর্যন্ত টিকবে না’
১১ অক্টোবর ২০১২জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে প্রধান আসমি করে মামলা দায়ের করা হয় ২০০৮ সালে৷ এই মামলায় দুর্নীতি দমন কমিশন বা দুদক ২ কোটি ১০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করে৷ ২০০৯ সালে এই মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়৷ আজ আদালতে অভিযোগ গঠনের দিন ছিল৷ তাই খালেদা জিয়া দুপুরের আগেই বিশেষ আদালতে হাজির হন৷ তখন আদালত চত্তর ছিল বিএনপি'র নেতা-কর্মীতে ঠাসা৷
খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এই মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়ছে৷ তবে তার এখনো নিস্পত্তি হয়নি৷ তাই এখন অভিযোগ গঠনের কোনো সুযোগ নেই৷ আদালত তাই আগামি বছরের ২৪শে জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছে৷ যা সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল৷
এদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেছেন যে, এটি একটি হয়রানিমূলক মামলা৷ এই মামলা শেষ পর্যন্ত টিকবে না৷
অন্যদিকে আরেকটি আদালত দেশের সর্ববৃহৎ মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি'র তিন শীর্ষ কৃমকর্তাকে কারাগারে পাঠিয়েছে৷ তাঁরা হলেন কোম্পানির চেয়ারম্যান সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ, ব্যবস্থাপণা পরিচালক রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসাইন৷ এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে বলে অভিযোগ৷ তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা এবং গ্রেপ্তারি পরওয়ানা জারির পর, তাঁরা পলাতক ছিলেন৷ আজ তাঁরা আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে তাঁদের কারাগারে পাঠানো হয়৷ দুদকের আইনজীবী মোশাররফ হোসর কাজল জানান যে, তাঁদের রিমান্ডের আবেদনও জানানো হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ