বায়ু দূষণ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নয়াদিল্লির
ভারতের রাজধানী ও তার আশেপাশের ধোঁয়াশায় কারণে কর্তৃপক্ষ আপাতত নির্মাণকাজ স্থগিত করেছে, যান চলাচল সীমিত করেছে এবং কৃষকদের ক্ষেত পোড়ানো বন্ধের নির্দেশ দিয়েছে
Air in Indian capital 'hazardous' to breathe
‘বিপজ্জনক’ পরিস্থিতি দিল্লির বাতাস ক্ষুদ্র বস্তুকণায় ভরপুর৷ ভারতের রাজধানীর বাতাসের গুণমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রার চেয়ে ১০০ গুণ পর্যন্ত খারাপ হয়েছে৷
যান চলাচল সীমিত
দিল্লি বলেছে, ১৩ নভেম্বর দীপাবলী উৎসবের পর থেকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করা হবে৷ অর্থাৎ জোড় ও বিজোড় নাম্বার প্লেটের গাড়ি আলাদা আলাদা দিন চলবে৷ ২০ নভেম্বরের পর আবার পরিস্থিতি মূল্যায়ণ করা হবে৷
নির্মাণ কাজ বন্ধ
বাতাসে ভারি কণার পরিমাণ কমাতে দিল্লিতে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ নিষিদ্ধ করা হয়েছে৷
স্কুল বন্ধ
১৮ নভেম্বর পর্যন্ত দিল্লির স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে৷ শিশুদের সুরক্ষায় এই ব্যবস্থা নেয়া হয়েছে৷
Heavy smog from slash and burn farming
Air monitoring agency SAFAR estimates smoke from slash and burn farming accounts for up to 40% of Delhi's current air pollution. On Tuesday, India's top court ordered states surrounding New Delhi to stop farmers from burning crop residue.
কাজ করছে মনিটরিং এজেন্সি
দিল্লির কোন কোন এলাকা দূষণের হটস্পট তা নিরীক্ষণের জন্য একটি মনিটরিংএজেন্সি রয়েছে৷ তারা হটস্পটগুলো চিহ্নিত করে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়৷
ফি বছর হয়
২০২২ সালের নভেম্বরের একটি স্যাটেলাইট ছবিতে, উত্তর ভারত ও পাকিস্তানে কৃষকদের ক্ষেত পোড়ানোর ধোঁয়ার ঘন মেঘ দেখা যায়৷ ধোঁয়াটে বাতাস হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হতে পারে না এবং কয়েক সপ্তাহ ধরে এক জায়গায় থাকতে পারে৷