বিষ খেলো ধর্ষিতা
২৪ ডিসেম্বর ২০১৯বলিউডের সিনেমায় সুযোগ করে দেবে প্রতিশ্রুতি দিয়ে বারাণসীর অপ্রাপ্তবয়স্কাকে মুম্বই নিয়ে গিয়েছিল তিনজন৷ সেখানে দু-জন তাকে ধর্ষণ করে৷ এ বিষয়ে পুলিশে অভিযোগ করেন মেয়েটি৷ কিন্তু তাঁদের দাবি অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ সোমবার মেয়েটি ও তাঁর বাবা-মা বারাণসীর পুলিশ সুপারের অফিসের সামনে বিষ পান করেন৷ ঘটনার পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মেয়েটির কাছে সুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ তাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে৷
পুলিশ অবশ্য নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছে৷ সিনিয়র পুলিশ সুপার প্রভাকর চৌধুরী জানিয়েছেন, ‘‘একমাস আগে অভিযোগ দায়ের করা হয়েছে৷ দুই অভিযুক্ত বিশাল ও জামিরকে গ্রেফতার করা হয়েছে৷ আরেক অভিযুক্ত উৎকর্ষ তিওয়ারি ফেরার৷ তাকে আমরা কিছুদিনের মধ্যেই ধরে ফেলতে পারব বলে আশা করছি৷’’ তা হলে ধর্ষিতা ও তার পরিবার এরকম একটা চরম সিদ্ধান্ত কেন নিতে গেল? প্রভাকরের জবাব, ‘‘মনে হচ্ছে কেউ তাঁদের ভুল বোঝাচ্ছে৷ আমরা পরে সে সব বিষয় দেখব৷ আগে তিনজন যাতে সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে যান, আমরা তার চেষ্টা করছি৷’’
উত্তর প্রদেশে ধর্ষণের পর পুলিশি নিষ্ক্রিয়তা নতুন নয়৷ উন্নাও থেকে শুরু করে একের পর এক ঘটনায় দেখা গিয়েছে, ধর্ষণের অভিযোগই নিতে চায় না পুলিশ৷ নিলেও তা নিয়ে ঠিকভাবে তদন্ত হয় না বলে অভিযোগ ওঠে৷ মিডিয়া বা বিক্ষোভে চাপে তারা শেষ পর্যন্ত নড়েচড়ে বসে৷
বারাণসীর মেয়েটিকে নিয়ে গত ১৯ অক্টোবর তিন অভিযুক্ত পালিয়েছিল৷ পরের দিন তার বাবা পুলিশে অপহরণের অভিযোগ করেন৷ দুই অভিযুক্তর নামও দেন৷ কারণ, ওই দুই অভিযুক্ত বিশাল ও উৎকর্ষ প্রায়ই বাড়িতে এসে ধর্ষিতার সঙ্গে কথা বলত৷ ধর্ষিতাকে মুম্বইয়ের হোটেলে আটকে রাখা হয়েছিল৷ কোনওক্রমে তিনি পালান এবং বাড়ি ফিরে পুরো ঘটনা বলেন৷ এরপর ১৫ নভেম্বর উৎকর্ষ ও বিশালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ৷
জিএইচ/এসজি(নিউজ ১৮)