কলকাতার আনাচে-কানাচে ছড়িয়ে আছে বাঙালির পরিচিত ফুচকা, চপ, তেলেভাজা থেকে চীনাপাড়ার বাও থেকে চাওমিন, নানা ধরনের খাবার৷ অন্যদিকে, ঢাকার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাবাব, চটপটি, সমুচা বা তেহারি-কাচ্চির সমাহার৷ দুই বাংলার স্ট্রিটফুডের বিশেষত্ব কী? ‘আমাদের কথা আমরা বলি’ অনুষ্ঠানের এই পর্বে আলোচনায় কলকাতার লেখক পূর্ণা ব্যানার্জী ও ঢাকার ফুড ব্লগার নুসরাত ইসলাম৷