বাঘ ভারতের জাতীয় পশু৷ অথচ দেশটিতে বাঘের সংখ্যা একসময় মারাত্মক হারে কমে গিয়েছিল৷ বিংশ শতাব্দীর শুরুতে সেখানকার জঙ্গলগুলিতে বাঘ ছিল আনুমানিক প্রায় এক লাখ৷ এখন মাত্র তিন হাজার বাঘ অবশিষ্ট রয়েছে৷ সরকারি-বেসরকারি উদ্যোগে বর্তমানে পরিস্থিতির অনেক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ মহারাষ্ট্রের এক জাতীয় পার্কে নারী সাফারি গাইডরা ইকো-টুরিজম জনপ্রিয় করে তুলছেন৷