বাইডেনের কনভয়ের গাড়ি আমিরাতের যুবরাজের হোটেলে
১০ সেপ্টেম্বর ২০২৩বিজ্ঞাপন
বাইডেনের কনভয়ের গাড়ি দেখেই নিরাপত্তারক্ষীরা রীতিমতো অবাক হয়ে যান। কারণ, এটা প্রটোকল ভাঙার ঘটনা। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয়া হয়। গাড়িতে একজন যাত্রীও ছিলেন।
গাড়ির চালককে পুলিশ প্রশ্ন করতে শুরু করে। সেই চালক জানায়, বাইডেন কিছুটা পরে বের হবেন। তার সঙ্গে একজন কাস্টমার যোগাযোগ করেছিলেন। তিনি তাই তাকে নামাতে এসেছিলেন। তার হাতে সময় ছিল বলে তিনি এই কাজ করেছেন।
গাড়িতে যিনি ছিলেন তিনি একজন ব্যবয়াসী। চালক জানিয়েছেন, তিনি নিরাপত্তা প্রটোকলের বিষয়টি জানতেন না। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়। কিন্তু তাকে বাইডেনের কনভয় থেকে সরিয়ে দেয়া হয়।
জি২০ বৈঠক উপলক্ষে দিল্লিতে গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রচুর বিধিনিষেধ ছিল। বিশেষ করে মধ্য দিল্লিতে। যে সব হোটেলে অতিথিরা ছিলেন, সেখানে সবচেয়ে বেশি কড়াকড়ি ছিল।
জিএইচ/এসজি(এনডিটিভি)